• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বৃহস্পতিবারের মধ্যে সমস্ত তথ্য দেওয়ার কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

‘নির্বাচনী বন্ড ইসু্যতে এসবিআই কর্তৃপক্ষকে যেন কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি বলে না মনে হয়’ দিল্লি, ১৮ মার্চ– নির্বাচনী বন্ড ইসু্যতে ইতিমধ্যেই শীর্ষ আদালতের কোপে রাষ্ট্রায়ত্ত ব্যঙ্ক এসবিআই৷ সুপ্রিম কোর্টের ভৎর্‌সনার মুখে পড়ে নির্বাচনী বন্ডের হিসেব-নিকেষ দিতে বাধ্য হয় এসবিআই৷ জানা যায়, নির্বাচনী বন্ডে সংগ্রহ মোট ১৬ হাজার ৫১৮ কোটি টাকার মধ্যে ৮ হাজার ২৫০ কোটি

‘নির্বাচনী বন্ড ইসু্যতে এসবিআই কর্তৃপক্ষকে যেন কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি বলে না মনে হয়’
দিল্লি, ১৮ মার্চ– নির্বাচনী বন্ড ইসু্যতে ইতিমধ্যেই শীর্ষ আদালতের কোপে রাষ্ট্রায়ত্ত ব্যঙ্ক এসবিআই৷ সুপ্রিম কোর্টের ভৎর্‌সনার মুখে পড়ে নির্বাচনী বন্ডের হিসেব-নিকেষ দিতে বাধ্য হয় এসবিআই৷ জানা যায়, নির্বাচনী বন্ডে সংগ্রহ মোট ১৬ হাজার ৫১৮ কোটি টাকার মধ্যে ৮ হাজার ২৫০ কোটি পেয়েছে বিজেপি৷৷ তৃণমূল পেয়েছে ১ হাজার ৭১৭ কোটি৷ কিন্তু এই টাকা কে দিয়েছে তা জানাতে নিমরাজি এসবিআই৷ আর তাই এবার সুপ্রিম কোর্টের কড়া দাওয়াই৷ বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও সমস্ত তথ্য প্রকাশ করছে না রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি৷ তাই সম্পূর্ণ তথ্য জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত ৷ আগামী বৃহস্পতিবারের মধ্যেই বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিতে হবে এসবিআইকে৷ ব্যাঙ্কের দেওয়া সমস্ত তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও আপলোড করতে হবে৷
নির্বাচনী বন্ড নিয়ে ভারতীয় স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষ সম্পূর্ণ তথ্য দেয়নি৷ এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিআর গাভাই, জেবি পরদিওয়ালা এবং মনোজ মিশ্রকে নিয়ে গঠিত বেঞ্চ সোমবার এই মামলার শুনানিতে জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে নির্বাচনী বন্ডের পুঙ্খানুপুঙ্খ তথ্য জমা দিতে হবে এসবিআই-কে৷ শীর্ষ আদালতের নির্দেশ মেনে এসবিআই প্রথম যে বন্ডের তথ্য নির্বাচন কমিশনকে জমা দিয়েছিল তাতে ইউনিক আলফানিউমেরিক নম্বর ছিল না৷ তা নিয়ে উষ্মা প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট৷ প্রসঙ্গত, নির্দেশ দেওয়া সত্ত্বেও কেন নির্বাচনী বন্ডের ইউনিক নম্বর-সহ অন্যান্য তথ্য দেয়নি এসবিআই, এই মর্মে একটি নোটিসও পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট৷
এদিন মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে স্পষ্টত জানিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে যে তথ্য জমা দিতে হবে তাতে যেন বন্ডের সমস্ত তথ্য থাকে৷ কোনও তথ্য লুকিয়ে রাখা যাবে না, কারও প্রতি এসবিআই যেন পক্ষপাতিত্ব না করে৷ এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাফ কথা, এসবিআই কর্তৃপক্ষকে যেন কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি বলে না মনে হয়৷
ব্যাঙ্কের বিরুদ্ধে নোটিসও জারি করা হয়৷ সোমবার দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যেই বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জমা দিতেই হবে৷ এর পরিপ্রেক্ষিতে বেঞ্চ এসবিআইকে নোটিস দিয়ে এদিন শুনানির দিন ধার্য করে৷ সুপ্রিম কোর্ট যে ‘ইউনিক নম্বর’-এর কথা বলছে, সেই নম্বর দাতা এবং রাজনৈতিক দলের যোগসূত্র করে দিতে ভূমিকা পালন করতে পারে৷ ফলে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়৷
এসবিআই-এর তরফ থেকে এই মামলাটি লড়ছেন আইনজীবী হরিশ সালভে৷ তিনি বলেন, ‘এসবিআই সম্পূর্ণ তথ্য এবং নম্বর প্রকাশ করবে৷ তবে আশঙ্কা রয়েছে এর জেরে শিল্পপতি এবং ইন্ডাস্ট্রিয়াল হাউসগুলিকে টার্গেট করা হতে পারে৷ তাদের বিরুদ্ধে একাধিক জনস্বার্থ মামলা হতে পারে৷ একাধিক আইনি লড়াই হতে পারে ভবিষ্যতে৷ নির্বাচনী বন্ডে ডোনেশন নিয়ে প্রশ্নের মুখে পড়তে পারে তারা৷ তবে এমনটা যেন না মনে করা হয়, আমরা আদালতের সঙ্গে খেলছি৷’
সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘সুপ্রিম কোর্টের উচিত এই নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত ডেটা অপচয় এবং ভুল ভাবে ব্যবহার হওয়া আটকানো৷’
পাশাপাশি একটি হলফনামা প্রকাশ করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে জানাতে হবে, তারা সম্পূর্ণ তথ্য প্রকাশ করেছে৷ কোনও তথ্য কিংবা সংখ্যা অসস্পূর্ণ নেই৷
এসবিআই-এর শেষ রিপোর্ট অনুযায়ী আপাতত নির্বাচন কমিশন বন্ড সংক্রান্ত যে তথ্য প্রকাশ্যে এনেছে তাতে কোন দিন বন্ড দেওয়া হয়েছে, কত টাকার দেওয়া হয়েছে, কতগুলি বন্ড ইসু্য করা হয়েছিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোন ব্রাঞ্চ থেকে বন্ড ইসু্য হয়েছিল, কোন কোন রাজনৈতিক দল সেই সব বন্ড থেকে টাকা তুলেছে, এই সব উল্লেখ রয়েছে৷