• facebook
  • twitter
Friday, 22 November, 2024

১৫৬৩ জনকে ফের নিটে বসার নির্দেশ সুপ্রিম কোর্টের

পরীক্ষায় অসঙ্গতি মেনে বাড়তি গ্রেম মার্কস বাদ কেন্দ্রের দিল্লি, ১৩ জুন– নিট বিতর্কে রাস টানল সুপ্রিম কোর্ট৷ বৃহস্পতিবার নিজের শুনানিতে সুপ্রিম কোর্ট বিতর্কিত নিট ২০২৪ সালের পরীক্ষা জানিয়ে দিল, যে ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তাঁদের ফের পরীক্ষায় বসতে হবে৷ তবে এই রায়ে কাউন্সেলিং কোনও প্রভাব পড়বে না৷ পরীক্ষা নিয়ামক সংস্থা ও কর্তৃপক্ষকে

পরীক্ষায় অসঙ্গতি মেনে বাড়তি গ্রেম মার্কস বাদ কেন্দ্রের
দিল্লি, ১৩ জুন– নিট বিতর্কে রাস টানল সুপ্রিম কোর্ট৷ বৃহস্পতিবার নিজের শুনানিতে সুপ্রিম কোর্ট বিতর্কিত নিট ২০২৪ সালের পরীক্ষা জানিয়ে দিল, যে ১৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল, তাঁদের ফের পরীক্ষায় বসতে হবে৷ তবে এই রায়ে কাউন্সেলিং কোনও প্রভাব পড়বে না৷ পরীক্ষা নিয়ামক সংস্থা ও কর্তৃপক্ষকে দু-সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নোটিস দিয়েছে আদালত৷ এই মামলার পরবর্তী শুনানি হবে ৮ জুলাই৷
আগামী ২৩ জুন ফের পরীক্ষায় বসতে হবে ওই পড়ুয়াদের৷ ফলাফল ঘোষণা ৩০ জুন৷ তবে যেহেতু নতুন করে পরীক্ষা দেওয়ার সুযোগ একটি বিকল্প হিসাবেই দেওয়া হবে পরীক্ষার্থীদের, সেক্ষেত্রে কেউ চাইলে এই পরীক্ষায় না বসতেও পারেন কিনা৷ এরাজ্যেও ১৬-১৭ জুন কাউন্সেলিং হতে পারে৷ যদিও নিট কাউন্সেলিংয়ে এখনও স্থগিতাদেশ দেওয়া হয়নি৷ ফলে আগামী সপ্তাহেই কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে৷
আশ্চর্যের ব্যাপার একদিকে যখন দেশের শীর্ষ আদালতে এই মামলায় শুনানি চলছে ঠিক তখনই নিট বিতর্ক উস্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানালেন, নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনও প্রমাণ নেই৷ এনটিএ-তে দুর্নীতির অভিযোগ প্রমাণিত নয়৷ এটা দেশের অত্যন্ত বিশ্বাসযোগ্য-দায়িত্বশীল সংস্থা৷ তবে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তর্বকে ভুল প্রমাণিত করে দেশের শীর্ষ আদালতের রায়ের মাঝই ২০২৪ সালের নিট পরীক্ষায় অসঙ্গতির অভিযোগ একপ্রকার মেনে নিল কেন্দ্র সরকার৷ ভুল স্বীকার করে যে ১,৫৬৩ জন পরীক্ষার্থীকে ‘ভুল’ প্রশ্নের জন্য গ্রেস মার্কস দেওয়া হয়েছিল তাদের সেই বাড়তি গ্রেস মার্কস বাতিল করে দেওয়া হল৷ নিজের সিদ্ধান্ত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জানিয়ে দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷
উল্লেখ্য, এ বছর নিট পরীক্ষা দিয়েছিলেন ২৪ লক্ষ পড়ুয়া৷ প্রথম স্থান অধিকার করেছে ৬৭ জন৷ এর পর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ৷ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা৷ এই ইসু্যতে সরব গোটা দেশ৷ ২০২৪ সালের নিট পরীক্ষায় ব্যাপক অসঙ্গতির অভিযোগ তুলে পরীক্ষা বাতিল ও কাউন্সেলিং বন্ধের আর্জি জানিয়ে দায়ের হয়েছিল একাধিক মামলা৷ সেই মামলায় এর আগে প্রশ্নের মুখে পড়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি৷
আবেদনকারীদের একজন হলেন আকাশ পান্ডে৷ তিনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘ফিজিক্সওয়ালা’র সিইও৷ তাঁর অভিযোগ, দেড় হাজারেরও বেশি পরীক্ষার্থীকে ৭০-৮০ নম্বর গ্রেস মার্কস দেওয়া হয়েছে৷ প্রায় ২০ হাজার পরীক্ষার্থীর প্রতিনিধিত্ব করা পান্ডে এই ব্যবস্থাকে বিধিবহির্ভূত বলে আর্জিতে জানান৷
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এদিন এই নির্দেশ দেয়৷ পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ নির্দেশের প্রতিক্রিয়ায় জানিয়েছে, ছাত্রছাত্রীদের মনের ভয় কাটাতে এই সিদ্ধান্ত৷ আবেদনকারীরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগসহ গ্রেস মার্কস দেওয়ার বিরোধিতা এবং অবিলম্বে কাউন্সেলিং বন্ধে স্থগিতাদেশের আর্জি জানিয়েছিলেন৷নিট ইউজি ২০২৪ পরীক্ষায় অনিয়ম এবং ফলপ্রকাশে অস্বচ্ছতার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পড়ুয়া ও অভিভাবকরা৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা নিট পরীক্ষার নিয়ামক সংস্থা ১৫০০-র বেশি পরীক্ষার্থীকে ‘সময় নষ্ট’ হওয়ার কারণে গ্রেস মার্কস দিয়েছিল বলে দাবি৷
উল্লেখ্য, গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে রীতিমতো তিরস্কৃত হতে হয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে৷ মামলার শুনানিতে বিচারপতি আমানুল্লা এনটিএ-র আইনজীবীর উদ্দেশে বলেন, ‘পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে৷ তাই আমরা উত্তর চাই৷’