স্কুল সার্ভিস কমিশনের ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। ফেব্রুয়ারিতেই শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। বুধবার জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে।
এসএসসি-র শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই সংক্রান্ত মামলার শুনানিতে ২০১৬ সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর জেরে চাকরি যায় ২৫,৭৫৩ জনের। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার। গত ১০ ফেব্রুয়ারি শীর্ষ আদালতে এই মামলার শুনানি শেষ হয়েছে। তখন রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। বুধবার জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ২৬ হাজার চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করবে প্রধান বিচারপতির বেঞ্চ।