• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

শক্তি পরীক্ষা করার জন্য কমল নাথ প্রশাসনকে নোটিশ ধরাল শীর্ষ আদালত

বিলম্ব নয়, মধ্যপ্রদেশ বিধানসভায় দ্রুত শক্তি পরীক্ষা করার জন্য কমল নাথ প্রশাসনকে নোটিশ ধরাল শীর্ষ আদালত।

কমল নাথ (File Photo: IANS)

বিলম্ব নয়, মধ্যপ্রদেশ বিধানসভায় দ্রুত শক্তি পরীক্ষা করার জন্য কমল নাথ প্রশাসনকে নোটিশ ধরাল শীর্ষ আদালত। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির আবেদনের শুনানি আগামিকাল করা হবে বলেও জানানো হয়। ২২২ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় সংখ্যা ১১২। কংগ্রেসের দখলে এই মুহুর্তে ১০৮টি আসন ও ভারতীয় জনতা পার্টির দখলে ১০৭টি আসন রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি হেমন্ত গুপ্তের বেঞ্চের তরফে জানানো হয়, আগামিকাল সাড়ে দশটার সময়ে শুনানি করা হবে। ভারতীয় জনতা পার্টির তরফে কমল নাথ প্রশাসনকে ১২ ঘন্টার মধ্যে শক্তি পরীক্ষায় অংশ নিয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য আবেদন করেছিল।

এদিকে, কংগ্রেস থেকে ইস্তফা দেওয়া ২২জন বিধায়ক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে ভারতীয় জনতা পার্টি আমাদেরকে আটকে রাখেনি। এতদিন কংগ্রেসে থেকে অবজ্ঞার শিকার হয়েছি। মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গে ভালো লাগছিল না। আমরা সবসময় জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে থাকব। মুখ্যমন্ত্রী নিজের বোরো কেন্দ্রের উন্নয়নের ওপর নজর দিতেন, কিন্তু আমাদের কেন্দ্রগুলির উন্নয়নের প্রশ্নে প্রতিনিয়ত অবজ্ঞা করা হচ্ছিল। রাজ্যপাল ট্যান্স সাংবিধানিক ও গণতান্ত্রিক ঐতিহ্য মেনে মুখ্যমন্ত্রীকে আজ শক্তি পরীক্ষায় অংশ গ্রহণ করার। নির্দেশ দিয়ে বলেছিলেন, আপনি যদি শক্তি পরীক্ষায় অংশ গ্রহণ না করেন, তাহলে ধরে নিতে হবে বিধানসভায় আপনার দলের সংখ্যা গরিষ্ঠতা নেই।