• facebook
  • twitter
Friday, 22 November, 2024

জেলে মহিলাদের অন্তঃসত্ত্বা ঘটনায় সব রাজ্যের কাছে রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

দিল্লি, ১৬ ফেব্রুয়ারি– সম্প্রতি জেলে মহিলা বন্দিদের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে চমকে উঠেছিল গোটা দেশ৷ জানা গিয়েছিল, পশ্চিমবঙ্গের মহিলা সংশোধনাগারগুলিতে ১৯৬টি শিশুর জন্ম দিয়েছেন বন্দি মহিলরা৷ আইনজীবী তথা আদালত বান্ধব তাপস ভঞ্জ এমনই চাঞ্চল্যকর তথ্য পেশ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন৷ সম্প্রতি রাজ্যের জেলগুলিতেই ১৯৬টি শিশুর জন্ম হয়েছে৷ রাজ্যের মহিলা সংশোধনাগার বা যে

দিল্লি, ১৬ ফেব্রুয়ারি– সম্প্রতি জেলে মহিলা বন্দিদের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে চমকে উঠেছিল গোটা দেশ৷ জানা গিয়েছিল, পশ্চিমবঙ্গের মহিলা সংশোধনাগারগুলিতে ১৯৬টি শিশুর জন্ম দিয়েছেন বন্দি মহিলরা৷ আইনজীবী তথা আদালত বান্ধব তাপস ভঞ্জ এমনই চাঞ্চল্যকর তথ্য পেশ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিলেন৷ সম্প্রতি রাজ্যের জেলগুলিতেই ১৯৬টি শিশুর জন্ম হয়েছে৷ রাজ্যের মহিলা সংশোধনাগার বা যে সব সংশোধনাগারে মহিলা সেল রয়েছে, সেখানে কোনও পুরুষকে ঢুকতে না দেওয়ার আর্জি জানান তাপসবাবু৷ জেলবন্দি মহিলাদের গর্ভবতী হওয়ার ঘটনা নিয়ে আগেই বিস্ময় প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট৷ শুধু বাংলা নয়, সারা দেশের বিভিন্ন রাজ্যের জেল বন্দি মহিলারা গর্ভবতী হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে৷ ঘটনাটিতে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট৷

গত শুক্রবার বিষয়টি পৌঁছয় সুপ্রিম কোর্টে৷ সুপ্রিম কোর্টের এই মামলায় আদালত বান্ধব নিযুক্ত হয়েছেন সিনিয়র আইনজীবী গৌরব অগরওয়াল৷ তাঁকে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ তাপস ভঞ্জের সঙ্গেও কথা বলেন গৌরব৷ তারপরই বিষয়টি তিনি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নজরে আনেন৷
যে বন্দি মহিলারা অন্তঃসত্ত্বা হচ্ছেন, এখন তাঁরা কী অবস্থায় আছেন জানতে চাইল সুপ্রিম কোর্ট৷ সব রাজ্যকে জেলের পরিস্থিতি রিপোর্ট দিয়ে শীর্ষ আদালতে জানাতে হবে৷  শুক্রবার মামলাটিতে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট৷ শুক্রবার সংশ্লিষ্ট মামলার শুনানিতে বিচারপতি হিমা কোহলি এবং আসানুদ্দিন আমানুল্লাহর বেঞ্চ বিভিন্ন রাজ্যের জেলে মহিলা বন্দিরা কী অবস্থায় রয়েছেন সেবিষয়ে খোঁজ নেওয়ার জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছে৷ সব রাজ্যেকে মহিলা কয়েদিদের কী পরিষেবা দেওয়া হয় তা নিয়ে রিপোর্ট দিয়ে জানাতে হবে৷ এবিষয়ে সব রাজ্যে নোটিস জারি করা হয়েছে৷