• facebook
  • twitter
Friday, 22 November, 2024

আগরা ‘হেরিটেজ সিটি’ আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

মুঘল রাজধানী আগরাকে ‘ঐতিহাসিক শহর’ ঘোষণার আবেদন জানিয়ে ১৯৮৪ সালে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল৷ শুক্রবার সেই মামলাটি বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জল ভূইয়াঁর বেঞ্চ খারিজ করে দেয়৷

মুঘল রাজধানী আগরাকে ‘ঐতিহাসিক শহর’ ঘোষণার আবেদন জানিয়ে ১৯৮৪ সালে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল৷ শুক্রবার সেই মামলাটি বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জল ভূইয়াঁর বেঞ্চ খারিজ করে দেয়৷

শাহজানের তাজমহল থেকে শুরু করে ঐতিহাসিক আগরা দুর্গ, এই আগরা শহর জুড়ে দেশের ইতিহাস যেন ঘুরপাক খায় প্রতিনিয়িত৷ সেই শহর সংক্রান্ত করা এক জনস্বার্থ মামলা এবার খারিজ হল দেশের শীর্ষ আদালতে৷ সুপ্রিম কোর্টে মামলাটি খারিজ হওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, আগরা শহরকে ‘হেরিটেজ সিটি’ ঘোষণা করলে বিশেষ কোন ধরনের সুবিধে দেওয়া হবে, তা নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি মামলাটির আবেদনে৷ মামলা পক্ষের আইনজীবীর তরফে জানানো হয়, আগরা শহরে অবস্থিত তাজমহল, আগরা দুর্গ-সহ অন্যান্য ঐতিহাসিক নির্মাণগুলির সুরক্ষা নিশ্চিত করতেই ‘হেরিটেজ সিটি’ ঘোষণার আবেদন করা হয়েছিল ওই জনস্বার্থ মামলায়৷ কিন্ত্ত সেই যুক্তি মানতে নারাজ শীর্ষ আদালত৷ বিচারপতি অভয় এস ওকা বলেন, “আগরাকে ‘হেরিটেজ সিটি’ ঘোষণার প্রয়োজন নেই৷ অতীতে ‘স্মাট’র্‌ সিটি ঘোষণা করা হলেও, সেখানে প্রকৃত অর্থে ‘স্মাট’র্‌ কিছুর দেখা মেলেনি৷”