দিল্লি, ১৭ মে– শুক্রবারও সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন৷ এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তী জামিনের আবেদন নাকোচ করে দিল শীর্ষ আদালত৷ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের প্রসঙ্গ টেনেও কোন সুরাহা করতে পারলেন না সোরেনের আইনজীবি৷ এদিন বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তর বেঞ্চ বিষয়টি মঙ্গলবার, ২১ মে গ্রীষ্মের অবসরকালীন বেঞ্চে তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে৷ ঝাড়খণ্ড হাইকোর্টে ইডি-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সোরেনের আবেদন নাকচ হয়ে যাওয়ার পর তিনি সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷ এদিন শুনানিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলে, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছিল ভোট শুরুর অনেক আগে৷ ফলে তাঁকে অন্তর্বর্তী জামিনের কোনও প্রশ্নই ওঠে না৷ সোরেনকে ইডি গ্রেফতার করেছিল ৩১ জানুয়ারি৷
এদিন আদালত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে আগামী ২০ মে-র মধ্যে জামিন প্রসঙ্গে তাদের বক্তব্য জমা দিতে বলেছে৷ সোরেনের পক্ষে আইনজীবী কপিল সিবাল বলেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নির্বাচনে প্রচারের উদ্দেশ্যে জামিন দেওয়া হয়েছিল৷ উল্লেখ্য, গত ১৩ মে ঝাড়খণ্ডে একটি দফায় ভোট হয়েছে৷ ২০, ২৫ মে এবং ১ জুন আরও তিন দফায় ভোট রয়েছে এই রাজ্যে৷