দিল্লি, ২৭ ফেব্রুয়ারি– ফের পিছিয়ে গেল রাজ্যে বিনা অনুমতিতে সিবিআই তদন্ত সংক্রান্ত মামলা৷ এই নিয়ে ২৫ বার৷ এবার কারণটা ছিল সলিসিটার জেনারেল তুষার মেহতার ব্যস্ততা৷ তিন সপ্তাহ বাদে ফের এই মামলার শুনানি হবে৷
এদিন সলিসিটার জেনারেল তুষার মেহতা ব্যস্ত থাকায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৯ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের এই মামলা বিচারপতি বি আর গভই ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে মঙ্গলবার শুনানি মুলতুবির আবেদন করেন চান৷
২০২০ সালে শুরু হওয়া কেন্দ্র বনাম রাজ্যের বিবাদের এই মামলা বহু বার শুনানির জন্য তালিকাভুক্ত হলেও এক বারও শুনানি হয়নি৷ এই মামলার সর্বশেষ শুনানি ছিল গত ২১ ফেব্রুয়ারি৷ সেদিনও মামলাটি পিছিয়ে দেওয়া হয়৷ মঙ্গলবার ফের সেই মামলার শুনানি ছিল৷ কিন্ত্ত এদিনও শুনানি হল না৷
রাজ্যে ইচ্ছামতো সিবিআই তদন্তের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র বা ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করে তৃণমূল সরকার৷ যার ফলে আদালতের নির্দেশ না থাকলে রাজ্যে কোনও মামলা দায়ের করতে হলে সিবিআইয়ের অনুমতি প্রয়োজন হয়৷ তার পরও আদালতের নির্দেশে একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করেছে সিবিআই৷ যার প্রতিবাদে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য সরকার৷ রাজ্যের বক্তব্য ছিল, দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট আইনে সিবিআইকে এফআইআর করার আগে রাজ্য প্রশাসনের অনুমতি নিতে হবে৷