• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

১০ আগাস্টের মধ্যেই আপকে দফতর সরানোর চূড়ান্ত সময় সীমা শীর্ষ আদালতের

দিল্লি, ১০ জুন– লোকসভা নির্বাচনের আপের অফিস ছাড়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোট৷ যদিও লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কিছুদিনের জন্য কেজরির দলকে ছাড় দিয়েছিল আদালতের৷ তবে ভোট মিটতেই আর অপেক্ষায় নারাজ শীর্ষ আদালত৷ দিল্লির রাউজ অ্যাভিনিউ চত্বর থেকে আম আদমি পার্টির সদর দপ্তর সরাতে আপকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত৷ আগামী ১০ অগাস্টের মধ্যে ওই

দিল্লি, ১০ জুন– লোকসভা নির্বাচনের আপের অফিস ছাড়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোট৷ যদিও লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কিছুদিনের জন্য কেজরির দলকে ছাড় দিয়েছিল আদালতের৷ তবে ভোট মিটতেই আর অপেক্ষায় নারাজ শীর্ষ আদালত৷ দিল্লির রাউজ অ্যাভিনিউ চত্বর থেকে আম আদমি পার্টির সদর দপ্তর সরাতে আপকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত৷ আগামী ১০ অগাস্টের মধ্যে ওই জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে৷
আপের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ২০১৬ সালে রাউস এভিনিউয়ের সরকারি বাংলো দখল করে আম আদমি পার্টির দপ্তর বানানো হয়েছিল৷ এই মামলায় বিতর্কিত ওই জমি খালি না করায় এর আগেও সুপ্রিম ভৎর্‌সনার মুখে পড়েছিল আপ৷ গত মার্চ মাসে আদালত জানিয়েছিল আপকে ওই জমি খালি করতে হবে৷ যদিও আপের আইনজীবী আবেদন জানান, এভাবে নির্বাচনের আগে কোনও রাজনৈতিক দলকে রাস্তায় নামিয়ে দেওয়া উচিত নয়৷ সে কথা মাথায় রেখে ১৫ জুন পর্যন্ত আম আদমি পার্টিকে সময় দিয়েছিল আদালত৷ তবে জমি খালির জন্য আরও সময় চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানায় কেজরির দল৷
তাঁদের সেই দাবি মেনে নিয়ে আরও কিছুটা সময় দেওয়া হয় আদালতের তরফে৷ আদালত জানায়, আগামী ১০ অগাস্ট আপের জন্য শেষ সময়৷ ওই দিনের মধ্যেই দখল করে রাখা জমি হস্তান্তর করতে হবে আম আদমি পার্টিকে৷ আর কোনও রকম অনুরোধ আদালত মানবে না৷ এটাই চূড়ান্ত সময়সীমা৷ পাশাপাশি দলীয় দপ্তরের জন্য বিকল্প জমি পেতে কেজরিওয়ালের দলকে দিল্লির ‘জমি ও উন্নয়ন দপ্তরের’র দ্বারস্থ হওয়ার পরামর্শ আগেই দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ৷