• facebook
  • twitter
Tuesday, 5 November, 2024

দিল্লির পুলিশ কমিশনারকে নোটিশ সুপ্রিম কোর্টের

দীপাবলিতে বাজি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সেই নির্দেশকে কেন উপেক্ষা করা হল তার দ্রুত জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। আদালত মনে করে, বাজি নিষিদ্ধ করার ঘোষণা শুধুমাত্র কাগজে কলমে রয়েছে।

সুপ্রিম কোর্ট। ফাইল চিত্র

সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়ল দিল্লি। নিষেধ থাকা সত্ত্বেও কেন দিল্লিতে যথেচ্ছভাবে আতশবাজি পুড়ল, দিল্লি সরকার ও পুলিশ কমিশনারের কাছে জরুরি জবাবদিহি চাইল সুপ্রিম কোর্ট। নিষিদ্ধ আতশবাজি পোড়ানো বন্ধ করতে ব্যর্থ হয়েছে পুলিশ ও প্রশাসন, সোমবার দিল্লি সরকারকে তিরস্কার করে বলে শীর্ষ আদালত। পুলিশ প্রশাসনকে সতর্ক করে সুপ্রিম কোর্ট জানায়, আগামী বছর যাতে এই ধরণের ঘটনা এড়ানো যায় তার জন্য এখন থেকেই প্রয়োজনীয় পদক্ষেপ করুক সরকার।

সোমবার সুপ্রিম কোর্ট আতশবাজি নিয়ে নিষেধাজ্ঞার বিষয়ে দিল্লি সরকারকে তিরস্কার করে। সুপ্রিম কোর্ট বলে, এমনভাবে এই নিষেধাজ্ঞা রক্ষা করা হয়েছে যার ফলে রাজধানীতে বাতাসের গুণমান আরও খারাপ হয়েছে। শীর্ষ আদালত আপ সরকার এবং দিল্লি পুলিশ কমিশনারকে এই বছর নিষেধাজ্ঞা কার্যকর করার পদক্ষেপ জানতে চেয়েছে শুধু নয়, আগামী এক সপ্তাহের মধ্যে পরের বছর নিষেধাজ্ঞা মেনে চলার ক্ষেত্রে প্রস্তাবিত পদক্ষেপগুলি উল্লেখ করে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা এবং অগাস্টিন জর্জ ম্যাসি দিল্লির বায়ুদূষণ সংক্রান্ত মামলায় এই নির্দেশ দেন। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ বলে, দিল্লি এবং এনসিআর এলাকায় বাজি নিষিদ্ধ করার কথা প্রতিবছর ঘটা করে প্রচার করা হয়, কিন্তু তা প্রয়োগ করা হয় না। দূষণ রোধ করতে বাজি পোড়ানো বন্ধ হওয়া একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, একথা জানা সত্ত্বেও তা কার্যকরী হয় না।

দীপাবলিতে বাজি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সেই নির্দেশকে কেন উপেক্ষা করা হল তার দ্রুত জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। আদালত মনে করে, বাজি নিষিদ্ধ করার ঘোষণা শুধুমাত্র কাগজে কলমে রয়েছে। প্রতি বছর একই কথা ঘোষণা করা হয়। আবার নিয়ম মেনে তা লঙ্ঘনও করা হয়। আর এর কারণ হিসেবে রাজধানী এবং সংলগ্ন এলাকা দূষিত হয়।

একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে সুপ্রিম কোর্ট বলে , এই বছর দিল্লিতে দূষণের মাত্রা সর্বকালের সর্বোচ্চ। আগের দুই বছরের তুলনায় অনেক বেশি। শীর্ষ আদালত দিল্লির পুলিশ কমিশনারকে দিল্লিতে আতশবাজি ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য পুলিশের নেওয়া পদক্ষেপগুলি উল্লেখ করে একটি হলফনামা দাখিল করার নির্দেশ দেয় ।

সুপ্রিম কোর্ট বলে, দীপাবলি ঘিরে খড় পোড়ানোর ঘটনাও বেড়ে চলেছে। শীর্ষ আদালত পাঞ্জাব এবং হরিয়ানা সরকারকে অক্টোবরের শেষ দশ দিনে খড় পোড়ানোর ঘটনার বিবরণ নির্দেশ করে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, সোমবার দিল্লির বায়ুদূষণের মান খুব খারাপ ক্যাটেগরিতে নেমে আসে। দীপাবলির পর চারদিন কেটে গেলেও দূষণের মান ‘গুরুতর’ সূচক ৪০০-র ঘর ছাড়িয়ে যায়।সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে পাওয়া তথ্য অনুসারে, সোমবার সকাল ৭টায় ৪০০-র উপরে রেকর্ড করেছে আনন্দ বিহার- ৪৩৩, ওয়াজিরপুর- ৪১৪, জাহাঙ্গীরপুরি ৪১৩, রোহিনী ৪০৯ এবং পাঞ্জাবি বাগ-৪০৪।

রবিবার, দিল্লির সবচেয়ে খারাপ রেকর্ড ৩৮২, যা আগের দিনের ৩১৬ থেকে খারাপ হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ নভেম্বর।