সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর র‍্যালির এখনই স্থগিতাদেশ নয়, জানালাে সুপ্রিম কোর্ট

ট্রাক্টর র‍্যালি (Image: Twitter/@jammu_now)

সাধারণতন্ত্র দিবসে দিল্লির সিঙ্ঘু সীমান্ত থেকে রাজধানীতে প্রবেশ করে মেগা ট্রাক্টর র‍্যালির আয়ােজন করেছে কৃষকরা। যার মহড়াও ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে ২৬ জানুয়ারি প্রস্তাবিত ট্রাক্টর মিছিলে স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল দিল্লি পুলিশ।

যদিও সাধরণতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিল নিয়ে কোনও নির্দেশিকা দিল না সুপ্রিম কোর্ট। যদিও সুপ্রিম কোর্ট এবিষয়ে কোনও সিদ্ধান্ত জানাল না। 

সােমবার দিল্লি পুলিশের করা আবেদনের শুনানিতে আদালত জানিয়ে দেয়, রাজধানী দিল্লির আইনশৃঙ্খলার বিষয়টি পুরােপুরি নির্ভর করছে দিল্লি পুলিশের উপর। দিল্লিতে কারা প্রবেশ করার অনুমতি পাবেন, আর কারা পানে না, সেটা ঠিক করার অধিকার সবার প্রথমে রয়েছে দিল্লি পুলিশের হাতেই। আদালত এ বিষয়ে প্রথমে সিদ্ধান্ত নিতে পারে না। মামলার প্রবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী বুধবার।


কৃষকরা জানিয়েছেন, তাঁদের ট্রাক্টর র‍্যালি সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে কোনওরকমভাবেই বাধা হয়ে দাঁড়াবে না। দেশের সম্মান রক্ষায় কৃষকরাও বদ্ধপরিকর। প্রসঙ্গত, কৃষি আইন বিরােধী বিক্ষোভ এদিন ৫৩ দিনে পড়ল।