• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

কেজরি-সিবিআই মামালায় রায়দান স্থগিত সুপ্রিম কোর্টে

ইমরান প্রসঙ্গ তুলে আইনজীবীর দাবি ঘুমেই মৃতু্য হতে পারে আপ প্রধানের দিল্লি, ১৭ জুলাই– রেহাই পেলেন না আবগারি মামলায় তিহাড় জেলে থাকা আপ প্রধান কেজরিওয়াল৷ ইডির পর সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ কিন্ত্ত এই গ্রেফতারির বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন তিনি৷ বুধবার এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখল আদালত৷ পাশাপাশি কেজরিওয়ালের অন্তর্বর্তী

ইমরান প্রসঙ্গ তুলে আইনজীবীর দাবি ঘুমেই মৃতু্য হতে পারে আপ প্রধানের
দিল্লি, ১৭ জুলাই– রেহাই পেলেন না আবগারি মামলায় তিহাড় জেলে থাকা আপ প্রধান কেজরিওয়াল৷ ইডির পর সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ কিন্ত্ত এই গ্রেফতারির বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন তিনি৷ বুধবার এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখল আদালত৷ পাশাপাশি কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের যে আর্জি ছিল সেই মামলারও রায় দেয়নি হাইকোর্ট৷

সিবিআই-এর আইনজীবী এদিন আদালতে জানান, সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দিয়েছিল লোকসভা নির্বাচনের জন্য৷ কিন্ত্ত সেই নির্দেশের এবার সুবিধা নিতে চাইছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ তাঁর এও বক্তব্য, কেন্দ্রীয় সংস্থা কিছু কারণেই তাঁকে গ্রেফতার করেছে৷ আর সন্দেহের বশেও কাউকে গ্রেফতার করা যায়৷ সেক্ষেত্রে কেজরিওয়ালের জামিনের আবেদনে সাড়া দেওয়া এখনই উচিত হবে না৷ তাঁর যুক্তি, কেজরিওয়ালকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার যথেষ্ট কারণ আছে৷ আর তিনি জামিনে ছাড়া পেয়ে তদন্ত প্রভাবিত করতে পারেন৷

অন্যদিকে, আপ অনেক আগেই দাবি করেছে, জেলে থাকাকালীন অন্তত ৫ বার সুগার ফল করেছে দিল্লির মুখ্যমন্ত্রীর৷ পাশাপাশি তাঁর ৮ কেজির মতো ওজনও কমেছে৷ এই রকম চলতে থাকলে তাঁর কঠিন রোগ হতে পারে, তিনি কোমায় চলে যেতে পারেন৷ মূলত কেন্দ্রীয় সরকারকেই এই পরিস্থিতির জন্য দায়ী করেছে আম আদমি পার্টি৷ বুধবার কেজরিওয়ালের জামিন মামলার শুনানি ছিল দিল্লি হাইকোর্টে৷ সেই শুনানিতে তাঁর আইনজীবী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ঘুমের মধ্যেই মৃতু্য হতে পারে কেজরিওয়ালের৷

এদিন দিল্লি হাই কোর্টে সিবিআইয়ের গ্রেপ্তারির বিরুদ্ধে জামিন মামলার শুনানিতেই এবার উঠে এল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের প্রসঙ্গ৷ কেজরির আইনজীবী অভিষেক মনু সিংভি জানালেন, ইমরান যাতে জেল থেকে যাতে বের হতে না পারেন তার জন্য যেভাবে একের পর মামলা চাপানো হয়েছে৷ ঠিক সেভাবেই কেজরির ক্ষেত্রে ইডির পর সিবিআই ‘তালা’ ঝোলানো হয়েছে৷

দিল্লি হাই কোর্টে কেজরিওয়ালের জামিনের আবেদন জানিয়ে তাঁর আইনজীবী সিংভি বলেন, “ট্রায়াল কোর্টে কিছুদিন আগেই জামিন দেওয়া হয়েছে আমার মক্কেলকে৷ আমি সিবিআইকে সম্মান করি৷ তবে সম্প্রতি আমরা সকলেই খবরের কাগজে পড়েছি, একের পর এক মামলায় ইমরান খানকে জামিন দেওয়া হয়েছে৷ কিন্ত্ত যেদিন তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন তার পর দিনই অন্য কোনও মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷ এখন তাঁর বিরুদ্ধে আরও বড় ষড়যন্ত্র করা হচ্ছে৷ পাকিস্তানের এই রাজনৈতিক ষড়যন্ত্র আমরা ভারতে দেখতে চাই না৷”
বিআইয়ের গ্রেপ্তারিকে ‘ইনসুরেন্স অ্যারেস্ট’ বলে কটাক্ষ করে সিংভি বলেন, ‘এখনও পর্যন্ত ৩ বার আদালতে জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল৷ এদিকে সিংভির ‘ইনসুরেন্স অ্যারেস্ট’ মন্তব্যের পালটা সিবিআইয়ের আইনজীবী বলেন, এই ধরনের শব্দের কোনও আইনি অর্থ নেই৷ একটি তদন্তকারী সন্থা হিসেবে আমাদের অধিকার রয়েছে কাউকে গ্রেপ্তার করার ও তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করার৷ উনি মুখ্যমন্ত্রী হতে পারেন তবে মুখ্যমন্ত্রী হিসেবে ওনারা ভূমিকা যথেষ্ট সন্দেহজনক৷ আবগারি নীতি আবগারি মন্ত্রীর হাত দিয়ে তৈরি হলেও তাতে ওনার যোগ ছিল সেই সূত্রেই ওনাকে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার করা হয়৷ এটিকে ‘ইনসুরেন্স অ্যারেস্ট’ বলা হচ্ছে৷ এই ধরনের মন্তব্য ঠিক নয়৷ ওনাকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়৷ যার অডিও ও ভিডিও রেকর্ডিং রয়েছে৷ সবটা টাইপ করাও হয়েছে৷