শারীরিক অবস্থা উদ্বেগজনক। সেই কারণেই ধর্ষণে সাজাপ্রাপ্ত আসারাম বাপুকে অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় যাবজ্জীবন সাজা হয়েছে তাঁর। শারীরিক অসুস্থতার দিকটি বিচার করে ৩১ মার্চ পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়েছে। শারীরিকভাবে খুব একটা সুস্থ নয় আসারাম। একবার হৃদরোগে আক্রান্তও হয়েছিল আসারাম। অবশ্য জামিন পেলেও বেশ কিছু শর্ত মেনে চলতে হবে আসারাম বাপুকে।
৮৫ বছরের স্বঘোষিত ধর্মগুরুকে শীর্ষ আদালতের নির্দেশ, জেলের বাইরে থাকার সময় নিজের অনুগামীদের সঙ্গে দেখা করা বা প্রমাণ লোপের চেষ্টা যেন না করে সে। একই সঙ্গে বাইরে থাকাকালীন তার গতিবিধির ওপর পুলিশকে নজর রাখতে বলা হয়েছে। শীর্ষ আদালত বলেছে, আসারাম বাপুকে শুধুমাত্র হাসপাতালে নিয়ে যাওয়া যেতে পারে। আর কোথাও সে যেতে পারবে না। তবে সে কোথায় চিকিৎসার জন্য যাবে তা আদালত বলবে না।
জামিনের আবেদনে আসারামের আইনজীবীরা জানিয়েছেন, আসারাম গুরুতর অসুস্থতা। গত বছর পুণেতে চিকিৎসা করিয়েছে। হার্ট সংক্রান্ত কিছু অসুস্থতার কারণে তাকে যোধপুর এইমস-এ ভর্তি করা হয়েছিল। রাজস্থান হাইকোর্ট থেকে এর আগে চিকিৎসার জন্য ৭ দিন প্যারোলে মুক্তি পেয়েছিল আসারাম। এছাড়া পুনেতে চিকিৎসার জন্য তাঁকে ১৭ দিনের প্যারোলে মুক্ত দেওয়া হয়েছিল।
২০১৩ সালে নিজের আশ্রমে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে আসারামের বিরুদ্ধে। ২০১৮ সালে রাজস্থানের জয়পুরের একটি আদালত আসারামকে দোষী সাব্যস্ত করে। তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়াও ২০২৩ সালে গুজরাটের এক আদালত তাঁকে সুরাটের শিষ্যাকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে দোষী সাব্যস্ত করে।