• facebook
  • twitter
Thursday, 27 March, 2025

বিচারপতি বর্মার কল রেকর্ড খতিয়ে দেখবে সুপ্রিম কোর্টের কমিটি

নগদ কাণ্ড

ফাইল চিত্র

নগদ কাণ্ডের কিনারা করতে এবার বিচারপতি বর্মার কল রেকর্ড খতিয়ে দেখতে চলেছে সুপ্রিম কোর্টের কমিটি। বিপুল অঙ্কের টাকার উৎস সন্ধানে খতিয়ে দেখা হবে বর্মা ঠিক কাদের সঙ্গে কথা বলতেন। কথা বলা হবে দমকল বাহিনীর কর্তাদের সঙ্গেও। জানা যাচ্ছে, ওই কমিটি বিচারপতি বর্মার কাছ থেকে নগদ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যাও চাইতে পারে। এছাড়া বিচারপতি বর্মার কল রেকর্ডও ফরেন্সিক বিশ্লেষণের জন্য পাঠানো হতে পারে।

প্রসঙ্গত গত ১৫ মার্চ হোলির দিন বিচারপতি বর্মার বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুন নেভাতে খবর দেওয়া ওই দমকল বিভাগকে। দমকল বাহিনী বিচারপতি বর্মার বাসভবনে আগুন নেভাতে গিয়ে তাজ্জব বনে যান। উদ্ধার হয় বিপুল টাকার আধপোড়া টাকা। দমকল বিষয়টি পুলিশকে জানায়। এরপরই বিচারপতির বাড়িতে হিসাব বহিৰ্ভূত এই বিপুল অঙ্কের টাকা কোথা থেকে এলো, তা নিয়ে প্রশ্ন ওঠে। প্রশ্নও উঠতে শুরু করেছে, তাঁর বাড়িতে রাখা এই বিপুল অর্থ অবৈধভাবে উপার্জিত কিনা।

সেজন্য বিচারপতি বর্মার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে গত শনিবার দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না তিন বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করেছেন। খুব শীঘ্রই দিল্লিতে তাঁরা অনুসন্ধান শুরু করবেন বলে সূত্রের খবর। তিন সদস্যের এই কমিটিতে রয়েছেন শীল নাগু (পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের প্রধান বিচারপতি), জিএস সান্ধাওয়ালিয়া (হিমাচল প্রদেশ হাই কোর্টের প্রধান বিচারপতি) এবং অনু শিবরমন (কর্নাটক হাই কোর্টের বিচারপতি)। ঘটনার তদন্তে দমকল বিভাগকেও জিজ্ঞাসাবাদ করতে চলেছে সুপ্রিম কোর্টের এই তদন্ত কমিটি। ওই দিন আগুনের খবর পেয়ে কোন দমকলকর্মীরা প্রথম বিচারপতির বাড়িতে পৌঁছেছিলেন, সেখানে গিয়ে তাঁরা ঠিক কী কী দেখতে পান— সুপ্রিম কোর্টের কমিটি সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চায়।

এদিকে বিচারপতি বর্মার বাসভবন থেকে নগদ উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বর্মার বিষয়টি নিয়ে তিনি রাজ্যসভার দলনেতা তথা বিজেপি সভাপতি জেপি নড্ডার সঙ্গে কথা বলেছেন। এছাড়া তিনি বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের সঙ্গেও বৈঠক করেছেন। ধনখড় এই ইস্যুতে বুধবারই একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন। সেই বৈঠকে আলোচনা হবে বিচারপতি বর্মার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার বিষয়ে। ধনখড় মঙ্গলবার রাজ্যসভায় বলেন, ‘বিচারপতি বর্মার বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে নাগাদ সব রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে ডেকেছি।’