লেবাননের বিরুদ্ধে টাইবেকারে জিতে ফাইনালে জায়গা করে নিল সুনীল ব্রিগেড।

ভারত:- কান্তিরাভা স্টেডিয়ামে লেবাননের বিরুদ্ধে টাইবেকারে ৪-২ গোলে জিতে ফাইনালে জায়গা করে নিল সুনীল ব্রিগেড। এক সপ্তাহ আগেই এই দলকেই হারিয়ে আন্তঃ মহাদেশীয় কাপ জিতেছিল ভারত। প্রথমার্ধ গোলশূন্য ছিল। তবে ক্রমাগত ছাংতে, সামাদরা আক্রমণ করেছিল। সুনীল ছেত্রীর সামনেও সুযোগ এসেছিল গোল করার , কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না ভারত অধিনায়ক। পাল্টা আক্রমণ করারই রণকৌশল নেয় লেবানন। তাঁরাও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে । ম্যাচের ৪১ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি কিক পেয়েছিল লেবানন। তবে শেষ পর্যন্ত ভারতের দুর্গ রক্ষা করেন গুরপ্রীত।ভারতীয় দলের সহকারি কোচ অবশ্য লেবালনের আক্রমণভাগকে খুব বেশি গুরুত্ব দিয়েছিলেন।দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে বেশ কিছু পরিবর্তন করেন ভারতীয় দলের সহকারি কোচ মহেশ গাউলি। প্রীতম কোটাল, অনিরুদ্ধ থাপাদের তুলে রোহিত কুমার-নওরম মহেশ সিংদের নামান। কিন্তু কোনও ভাবেই গোল হচ্ছিল না। একাধিক কর্ণার বা ফ্রি কিক পেলেও সেখান থেকে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন ভারতীয় ফুটবলাররা। ৯০ মিনিটে গোল করতে ব্যর্থ হলেন দুই দলের ফুটবলাররা। এক্সট্রা টাইমের শুরু থেকেই চাপ বাড়ায় ভারত। সুনীলের দুরন্ত শট রুখে দিলেন লেবানন গোলরক্ষক। ছাংতে, মহেশ সিংরা সুযোগ তৈরি করলেও তা রুখে দিলেন লেবানন গোলরক্ষক। অন্যদিকে সুযোগ লেবাননের কাছেও। কিন্তু গুরপ্রীতের তৎপরতায় দুর্গ অক্ষত রাখে ভারত। এই ম্যাচে ইগর স্টিমাচকে ছাড়াই মাঠে নামবে ভারত। দু ম্যাচের জন্য স্টিমাচকে ব্যান করা হয়েছে। পাকিস্তান ম্যাচের পর কুয়েত ম্যাচেও লাল কার্ড দেখেছেন ভারতীয় দলের কোচ। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুট আউটে ভারতের হয়ে গোল করলেন সুনীল ছেত্রী, আনোয়ার আলি, মহেশ সিং, উদান্তা। ফলে ৪-২ ফলেই ম্যাচ জেতে ভারত। ইগর স্টিমাচের পিছনেই বসে রয়েছেন শ্রেয়স আইয়ার। ফুটবলকে সমর্থন করতে মাঠে উপস্থিত আইয়ার। ফাইনালে কুয়েতের মুখোমুখি হবে ভারত।