• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

পাল্টে দিলেন সুলতানপুরের নাম, যোগিকে চিঠি লিখলেন স্বয়ং রাজ্যপাল

নাম পরিবর্তনে মজে আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ।

যোগী আদিত্যনাথ (Photo: IANS)

নাম পরিবর্তনে মজে আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। মুগলসরাই, এলাহাবাদের পর উত্তরপ্রদেশের আরও একটি জেলার নাম পরিবর্তনের দাবি উঠল। কোনও রাজনীতিক নন, এই দাবি তুলেছেন স্বয়ং উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েক। মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথকে চিঠি লিখে সুলতানপুরের নাম কুশ ভবনপুর রাখার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে সুলতানপুরের নাম পরিবর্তনের দাবি নতুন নয়। গত বছরই বিজেপি বিধায়ক দেবমানী দ্বিবেদী এই দাবি তুলেছিলেন। তাঁর দাবি ছিল, আলাউদ্দিন খিলজি ভারতে আসার পর জেলার নাম পরিবর্তন করে সুলতানপুর রাখেন। এবার আবার ফিরিয়ে আনতে হবে গৌরব। তাই রামের পুত্র কুশের নামানুসারে জেলার নাম রাখা হোক কুশ ভবনপুর। এর পরেই চিঠি দিলেন স্বয়ং রাজ্যপাল। প্রশ্ন উঠতে শুরু করেছে, একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তি কি এমন দাবি তুলতে পারেন? উল্লেখ্য, সুলতানপুর থেকে এবার বিজেপির টিকিটে লড়বেন মানেকা গান্ধি। এর আগে এই কেন্দ্রের সাংসদ ছিলেন মানেকার পুত্র বরুণ গান্ধি।