মুম্বই: বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খানের বলিউডে অভিষেক হয়েছে মাত্র কয়েক মাস৷ কিন্ত্ত এরই মধ্যে বিরাট অঙ্কের টাকা খরচ করে আলিবাগে জমি কিনলেন সুহানা খান৷ এক প্রতিবেদন অনুযায়ী, ৯ কোটি দিয়ে ৭৮ হাজার ৩০০ বর্গফুটের বেশি আয়তনের জমি কিনেছেন সুহানা খান৷ আলিবাগের রায়গঢ়ের থাল গ্রামে জমিটি কিনতে তাকে ৫৭ লাখের স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে৷ সুহানার এই সম্পত্তি কেনার খবরে সোশ্যালে তার ভক্ত-অনুসারীরা অভিনন্দন জানিয়েছেন৷ একজন লিখেছেন, ‘শুভকামনা সুহানা৷ বাবার পথ অনুসরণ করে চলছেন আপনি৷’ আরেকজন লিখেছেন, ‘সুহানা নিজের ছবির পারিশ্রমিক দিয়ে সম্পত্তি কিনেছেন৷’