• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

‘মমতাই একমাত্র প্রধানমন্ত্রীর মুখ, অন্য কারও দম নেই’

বিরোধী শিবিরে প্রধানমন্ত্রীর মুখ নিয়ে দাবি বিজেপি নেতা স্বামীর

আরজি কর কাণ্ডের প্রতিবাদ বাংলা ছাড়িয়ে পৌঁছেছে গোটা দেশে, বিদেশেও বটে। ধিক্কারে গোটা দেশের মহিলা সমাজকে এক হতে দেখা গিয়েছে। এই কাণ্ডের জেরে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছে বিজেপি সহ সমস্ত বিরোধী শিবির। আর এই পরিস্থিতিতেই বিরোধীপক্ষেরই প্রাক্তন প্রবীণ নেতা  সুব্রহ্মণ্যম স্বামীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট যেন অন্য এক মাত্রা জুড়ে দিল। যে বিরোধী শিবির বিজেপি মমতাকে বাংলার শাসন চালানোয় ব্যর্থ বলে পদত্যাগ চেয়ে বিক্ষোভ-মিছিলে সামিল হয়েছে তারই এক নেতা  মমতার হাতেই দেশের শাসনভার দেওয়ার কথা বলছেন।  সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রাক্তন নেতার পোস্ট জাতীয় রাজনীতির লড়াইয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ খানিকটা এগিয়ে দিল। প্রাক্তন বিজেপি নেতা তথা সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী মতে, বিজেপি বিরোধিতায় প্রধানমন্ত্রী পদের জন্য সবচেয়ে ভালো মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ, বিরোধীদের আর কারও বিজেপিকে চ্যালেঞ্জ করার মতো দম নেই।

যদিও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে এতটুকুও ভাবিত নন বলেই বার বার ইন্ডিয়া জোটের সঙ্গীদের বার্তা দিয়েছেন। তবে সুব্রহ্মণ্যম স্বামীর মতো রাজনৈতিক নেতার তরফে মমতার প্রতি এই আস্থা বিশেষ তাৎপর্যপূর্ণ, তা রাজনৈতিক সচেতন মানুষমাত্রই মানছেন।

বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সবচেয়ে ভালো কে প্রশ্নে সোশ্যাল মিডিয়া পোস্টে ফের জল্পনা উসকে দিলেন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ই মূল পদপ্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন। কারণ, বিরোধীদের মধ্যে আর কারও বিজেপিকে চ্যালেঞ্জ করার মতো দম নেই! শুক্রবার নিজের মতামত জানিয়ে তাঁর এই পোস্ট নিয়ে যথারীতি আলোচনা শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতির অন্দরে। কারণ ডাক্তার পড়ুয়া তরুণীর ধর্ষণ ও খুনের মত জঘন্য ঘটনায় মমতার তৃণমূল অস্বসস্ত্বিতে। আর সেখানে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী । যদিও মোদি জমানায় দলের সঙ্গে তাঁর দূরত্ব ক্রমশই বেড়েছে। লাগাতার বিজেপি নেতাদের সমালোচনা করে গিয়েছেন স্বামী। এখন তিনি নামমাত্র গেরুয়া শিবিরের এক সৈনিক। যদিও মাঝেমধ্যেই তাঁর বিজেপি বিরোধী এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ নিয়ে মন্তব্যে বিতর্ক তৈরি করে। কিন্তু আইআইটি, দিল্লির প্রাক্তন অধ্যাপক সুব্রহ্মণ্যম স্বামী তাতে থোড়াই কেয়ার করেন!

তবে এই প্রথম নয় যখন মমতার পক্ষ নিয়ে কথা বলেছেন স্বামী। এর আগেও একাধিকবার মমতার পক্ষ নিয়ে নানা মন্তব্য করেছেন দেশের অন্যতম খ্যাতনামা পরিসংখ্যানবিদ। এবার তিনি একেবারে দেশের সর্বোচ্চ নেতার মুখ হিসেবে বিজেপির মূল প্রতিপক্ষের তকমা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে।