• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

গাড়ির ধাক্কায় নিহত পড়ুয়া, গ্রেপ্তার দুই

দিল্লির রোহিণী এলাকায় থাকতেন ১৯ বছর বয়সের ঋষল সিংহ। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। ৫ ভাইবোন তাঁরা। ঋষলের বাবা দিনমজুর।

প্রতীকী চিত্র

দিল্লি, ৯ মার্চ— গত ১ মার্চ বেপরোয়া গাড়ির ধাক্কায় দিল্লির রাজপথে মৃত্যু হয়েছিল এক তরুণের। এক সপ্তাহ পর ওই ঘটনায় জড়িত দু’জনকে পানিপথ থেকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনার দিন সকালে প্রতিদিনের মতো সাইকেল করে খবরের কাগজ বিলি করতে বেরিয়েছিলেন ঋষল নামে ওই তরুণ। রোহিণীর কেএন কাটজু মার্গের কাছে একটি গাড়ি দ্রুত গতিতে এসে তাঁর সাইকেলে ধাক্কা মারে। গাড়িটির গতিবেগ এতটাই বেশি ছিল, ধাক্কার জেরে ঋষল গাড়িটির উইন্ডস্ক্রিনে আছড়ে পড়ে বনেটে আটকে যান। তাঁর সাইকেলটিও আটকে যায় গাড়ির সামনে। ওই পরিস্থিতিতেই গাড়ি চালানো থামাননি চালক। কিছু দূর যাওয়ার পর গাড়ি থেকে ছিটকে পড়ে ওই তরুণের দেহ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঋষল নামে তরুণের।

দিল্লির রোহিণী এলাকায় থাকতেন ১৯ বছর বয়সের ঋষল সিংহ। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। ৫ ভাইবোন তাঁরা। ঋষলের বাবা দিনমজুর। নিজের পড়াশুনোর খরচের পাশাপাশি বাবার পাশে দাঁড়াতে প্রতিদিন সকালে সাইকেলে করে খবরের কাগজ বিলি করতে বেরোতেন ঋষল। তা থেকে মাসে ১০ হাজার টাকা রোজগার করতেন তিনি। সেই টাকা সংসারে দেওয়া ছাড়াও নিজের পড়াশুনোর খরচ চালাতেন।

দুর্ঘটনার এক সপ্তাহ পর গাড়ির দুই আরোহী পঙ্কজ গুপ্ত এবং তাঁর ভাইপো সৌরভকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ১ মার্চ সকাল ৬টার সময় কাশ্মীরি গেটের কাছের একটি মন্দির থেকে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে ফিরছিলেন পঙ্কজ এবং সৌরভ। চালকের আসনে ছিলেন সৌরভ। সেই সময় কেএন কাটজু মার্গের কাছে ঋষলের সাইকেলে ধাক্কা মারে গাড়িটি। পুলিশ জানিয়েছে, ১৫০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হরিয়ানার পানিপথ থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

ঋষলের মৃত্যুতে অন্ধকার নেমে এসেছে তাঁর পরিবারে। ছেলের এই করুণ পরিণতিতে দিশাহারা তাঁরা বাবা, মা। তাঁর পরিবারের সদস্যরা জানান, বড় হয়ে একজন সফল ব্যবসায়ি হওয়ার স্বপ্ন দেখতেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ঋষল।
কিন্তু ঋষলের সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল।