• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শক্তিশালী সমাজ গড়তে মহিলাদের আর্থিকভাবে স্বাধীনতা ভীষণ জরুরি 

আর্থিক স্বাধীনতা হল সত্যিকারের ক্ষমতা অর্জন করার পথে এক জরুরি পদক্ষেপ

যেভাবে দ্রুত ভারতের আর্থসামাজিক প্রেক্ষাপট পাল্টাচ্ছে, তাতে মহিলাদের আর্থিক স্বাধীনতার গুরুত্ব অমূল্য। মহিলারা আর্থিকভাবে স্বাধীন হলে তাঁরা যেমন ব্যক্তিগত ক্ষমতায়ন হয়, তেমন বৃহত্তর ক্ষেত্রে পরিবার এবং গোষ্ঠীগুলোর সামগ্রিক মঙ্গলেও অবদান রাখে। যদি বিশেষজ্ঞদের জিজ্ঞেস করেন তাহলে তাদের মত, মহিলাদের স্বাভাবিকভাবেই সহানুভূতি, সংবেদনশীলতা, সাহায্য করার মানসিকতা ইত্যাদি থাকে যা সঠিক সুযোগ পেলে তাঁদের বেশি উচ্চতায় ওঠার ক্ষমতা তৈরি করে। তার প্রভাব সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলায় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও প্রতিফলিত হতে পারে।
আর্থিক স্বাধীনতা হল সত্যিকারের ক্ষমতায়ন অর্জন করার পথে এক জরুরি পদক্ষেপ। এমনটাই জানালেন অভিজিৎ গুলানিকর, প্রেসিডেন্ট বিজনেস স্ট্র্যাটেজি, এসবিআই লাইফ ইনশিওরেন্স। তিনি আরও বলেন আর্থিকভাবে স্বাধীন মহিলারা বাচ্চাদের শিক্ষা, স্বাস্থ্য এবং সামগ্রিক উন্নতির আর্থিক প্রয়োজন মেটাতে বেশি সক্ষম। ফলে বেশি শক্তিশালী সমাজ তৈরি হয়। বাড়ির বাজেট সামলানোর বিশেষ ক্ষমতা মহিলাদের থাকে, ফলে তাঁরা আর্থিকভাবে স্বাধীন হওয়ার দিকে এক পা বাড়ানোর যোগ্য। আর্থিক স্বাধীনতার দিকে দ্বিতীয় ধাপ হল তাঁর নিয়মিত আয় এবং তৃতীয় ধাপ হল নিজের দীর্ঘমেয়াদি উদ্দেশ্যগুলো পূরণ করতে লগ্নি/সঞ্চয় ব্যবস্থাপনা।
মহিলাদের এমন কিছু অমূল্য গুণ আছে যেগুলোতে শান দিলে সফল কেরিয়ার গড়ে তোলা যায়। সহানুভূতি একজন নারীর চরিত্রের প্রধান দিক। ফলে তিনি পরিষ্কার করে বলা না হলেও সমস্যাগুলো বুঝতে পারেন এবং সমাধান করার ব্যবস্থা করতে পারেন। সময়ানুযায়ী কাজ করা, একসাথে একাধিক কাজ করা এবং কার্যকর কথোপকথন চালানোর মত দক্ষতাগুলো প্রায়শই রোজকার দায়িত্ব আর পরিচর্যা করার ভূমিকার কারণে তাঁদের আয়ত্ত থাকে। অন্যদের সঙ্গে অনুভূতির স্তরে যুক্ত হওয়ার যে স্বাভাবিক ক্ষমতা মহিলাদের আছে তা তাঁদের এমন সব সাহায্য, পরামর্শ এবং সমাধান জুগিয়ে দেয় যা গভীর প্রভাব ফেলে।
এইসব স্বাভাবিক শক্তি থাকায় জীবন বিমা পরামর্শদাতা হিসাবে মহিলারা আদর্শ। জীবন বিমা পরামর্শদাতা হিসাবে তিনি ব্যক্তিদের এবং পরিবারগুলোকে তাঁদের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে সাহায্য করতে পারেন একেবারে তাঁদেরই জন্য তৈরি জীবন বিমা পলিসির সন্ধান দিয়ে। এই পেশা মহিলাদের নমনীয়তা দেয়। তাঁরা নিজেদের কাজের সময় নিজের মত করে ঠিক করে নিতে পারেন এবং স্বাধীনভাবে নিজের যে যে দায়িত্ব আছে সেগুলো পালনের সময় অনুযায়ী কাজ সাজিয়ে নিতে পারেন। বাড়ি থেকে কাজ করাই হোক আর ক্লায়েন্টদের সঙ্গে সুবিধাজনক জায়গায় দেখা করাই হোক, জীবন বিমা এজেন্টরা স্বাধিকারের এমন এক স্তরে থাকেন যা বহু পেশাতেই বিরল।
মহিলারা বিভিন্ন কেরিয়ারের বিকল্প সন্ধান করলে এবং তাঁদের যেসব দক্ষতা রয়েছে তা কাজে লাগালে অধিকতর আর্থিক স্থিতিশীলতা এবং ব্যক্তিগত বৃদ্ধি অর্জন করতে পারবেন। আর্থিক নিরাপত্তার দিকে যাত্রা কেবল টাকা রোজগার করার ব্যাপার নয়; আত্মবিশ্বাস, স্বাধিকার এবং নিজের হাতে নিজের ভাগ্য গড়ারও ব্যাপার।