ক্যালিফোর্নিয়া থেকে এসে কৈলাসনন্দ গিরি মহারাজের কাছে নতুন নাম অর্জন করলেন স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল জোবস। নিরঞ্জনি আখড়ার কৈলাসনন্দ গিরি মহারাজ ৬১ বছর বয়সে নাম বদল করলেন লরেনের, নাম হল কমলা। প্রয়াগরাজে ১৪৪ বছর পর আয়োজিত হয়েছে মহাকুম্ভ। সেখানে পুণ্যস্নানও করবেন লরেন।
কৈলাসনন্দ গিরি মহারাজের সঙ্গে শনিবার কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলেন লরেন পাওয়েল। সেখানে গিয়েই নতুন নাম অর্জন করেছেন স্টিভ জোবসের স্ত্রী। মহাকুম্ভে যোগদান করতে এসে হিন্দু রীতি মেনে তাঁর নাম হয় ‘কমলা’ । এই প্রসঙ্গে কৈলাসনন্দ মহারাজ বলেন, ‘কুম্ভ মেলায় সবাইকে স্বাগত। দূর দেশ পেরিয়ে নিজের গুরুর সঙ্গে দেখা করতে এসেছে সে। আমরা তাঁর নতুন নামকরণ করেছি। এখন থেকে তাঁর নাম কমলা।’
এর আগে ২০০৯ সালে ভারতে এসেছিলেন লরেন পাওয়েল। কুম্ভ কিংবা অন্য কোনও হিন্দু উৎসবে অংশগ্রহণ করতে নয়, ভারতের বাণিজ্য করিডর সম্পর্কে জানতে এদেশে এসেছিলেন তিনি। উল্লেখ্য, ভারতের হিন্দু ঐতিহ্যের সঙ্গে লরেনের প্রথম পরিচয় ঘটে তাঁর স্বামী স্টিভ জোবসের হাত ধরে ১৯৭৪ সালে । সেই সময় স্টিভের সঙ্গী ছিলেন স্ত্রী লরেন। এই সফরে স্টিভ জোবসের সঙ্গে তিনি বেশ কয়েকদিন ছিলেন নিম করোলির আশ্রমে। সেই সময় থেকে হিন্দু রীতি নীতির প্রতি আকর্ষণ বাড়তে থাকে লরেন পাওয়েলের। আপাতত মহাকুম্ভের অস্থায়ী আশ্রয়স্থলেই রয়েছেন লরেন পাওয়েল, এমনটাই খবর মিলেছে।
জানা গিয়েছে, আমেরিকা থেকে ৪০ জনের দল নিয়ে ভারতে এসেছেন লরেন পাওয়েল জোবস। ১৪ জানুয়ারি প্রথম কুম্ভ স্নান করবেন । প্রয়াগরাজের সঙ্গমে সেটাই হবে তাঁর প্রথম পুণ্যস্নান। শনিবার তিনি কাশী বিশ্বনাথের মন্দিরে সব নিয়ম মেনে পুজো দেন। তাঁর পরনে ছিল ভারতীয় পাোশাক। তবে ভারতীয় রীতিনীতি মেনে পুজো দিলেও তাঁকে শিবলিঙ্গ স্পর্শ করার অনুমতি দেওয়া হয়নি। সেইজন্য গর্ভগৃহের বাইরে দাঁড়িয়ে পুজো দেন লরেন।
১৫ জানুয়ারি আবার তাঁর নিজের দেশে ফিরে যাওয়ার কথা। সেখানে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন লরেন।