মহাকুম্ভের মিলনমেলায় স্টিভ জোবসের স্ত্রী, হিন্দু রীতি মেনে নাম হল ‘কমলা’
ক্যালিফোর্নিয়া থেকে এসে কৈলাসনন্দ গিরি মহারাজের কাছে নতুন নাম অর্জন করলেন স্টিভ জোবসের স্ত্রী লরেন পাওয়েল জোবস। নিরঞ্জনি আখড়ার কৈলাসনন্দ গিরি মহারাজ ৬১ বছর বয়সে নাম বদল করলেন লরেনের, নাম হল কমলা। প্রয়াগরাজে ১৪৪ বছর পর আয়োজিত হয়েছে মহাকুম্ভ। সেখানে পুণ্যস্নানও করবেন লরেন।