ফের করােনা পরীক্ষার গতি বাড়াতে বললাে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এবার যেখানে ভিড় বেশি, সেখানে করােনা পরীক্ষা করানাের কথা বললেন তারা। অর্থাৎ ধর্মীয় স্থান থেকে বাজার পর্যন্ত এই পরীক্ষার গতিকে নিয়ে যাওয়া হবে বলেও রাজ্যগুলিকে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
সােমবার এই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। তবে দীপাবলিতে নমুনা পরীক্ষা তুলনায় কম হয়েছে। তাই কেসের সংখ্যা সাময়িকভাবে কমেছে।
সরকারি এক আধিকারিক জানিয়েছেন, প্রত্যেকের করােনা পরীক্ষার উদ্যোগ নিতে হবে। র্যান্ডম পরীক্ষা করাতে হবে যাতে সংক্রমণ প্রতিরােধ করা যায়। এই পরামর্শ বাধ্যতামূলক নয়। তবে রাজ্যগুলিকে সিদ্ধান্ত নিতে হবে কোথায় পরীক্ষা, কাদের পরীক্ষা এবং কত গতিতে পরীক্ষা করা হবে।