কলকাতা:- রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনে একাধিক মৃত্যুর সাক্ষী থেকেছে বাংলা। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও কমিশনারের ভূমিকা প্রশ্নের মুখে। আর এই অবস্থার জন্যে কেন্দ্রকেই দায়ী করছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। রাজ্যজুড়ে অশান্তির আবহেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা চলছে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে শাসকদল তৃণমূলেরই জয়জয়কার। আর এই প্রেক্ষাপটে আজ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সূত্রের খবর, অশান্তি নিয়ে তিনি বলেন যে, বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ঘটেছে। কমিশন প্রত্যেকটি ক্ষেত্রেই কড়া হাতে ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার নিয়েও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে কমিশনার রাজীব সিনহা জানান, হাইকোর্টের নির্দেশেই কাজ করেছে কমিশন। প্রথমে হাইকোর্ট জানায় প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। এমনকি পরে সমস্ত বুথেই বাহিনী দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ১০ হাজারের বেশি বুথে বাহিনী দেওয়া সম্ভব হয়নি বলেইও এদিন মন্তব্য করেছেন রাজীব সিনহা। তাঁর কথায়, সাধারণ মানুষ এবং বেশ কিছু রাজনৈতিক দলের ধারণা ছিল কেন্দ্রীয় বাহিনী থাকলে অশান্তি কম হবে। কিন্তু বাহিনীর জন্যে বাড়তি ভয় কাজ করবে বলে মন্তব্য কমিশনারের। বিএসএফের পরিকল্পনায় বুথের কোনও গল্প ছিল না। বুথের তথ্য জেলাভিত্তিতে জানিয়ে দেওয়া হয়েছিল। এমনকি জেলা ডিএম এবং এসপির সঙ্গে কথা বলে প্রতিটি বুথে বাহিনী দেওয়ার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই উত্তাল বাংলা। এখনও পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে অনেক মানুষের মৃত্যু হয়েছে। তালিকায় শাসক-বিরোধী সমস্ত দলের নেতা-কর্মীরাই রয়েছে। এই অবস্থায় বারবার নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি ভোটের দিন যেভাবে রণক্ষেত্র হয়ে ওঠে বাংলার বিভিন্ন এলাকা সেখানেও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীপক্ষরা।