• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কেন্দ্রের ঠিক করে দেওয়া দামে আজ থেকে দিল্লিতে পাওয়া যাবে স্পুটনিক-ভি

দিল্লির ইন্দ্রপ্রস্থ আপেলাে হাসপাতালে পাওয়া যাবেকোভিড টিকা স্পুটনিক-ভি।ইতিমধ্যে হায়দরাবাদ,বিশাখাপত্তনম এবং কলকাতায় এই টিকা দেওয়া শুরু হয়েছে।

স্পুৎনিক-ভি (Image: Twitter/@ShivAroor)

১৫ জুন মঙ্গলবার থেকে দক্ষিণ দিল্লির ইন্দ্রপ্রস্থ আপেলাে হাসপাতালে পাওয়া যাবে রাশিয়ার তৈরি কোভিড টিকা স্পুটনিক – ভি। ইতিমধ্যে হায়দরাবাদ, বিশাখাপত্তনম এবং কলকাতায় এই টিকা দেওয়া শুরু হয়েছে।

রবিবার বিকালে স্পুটনিকের প্রস্তুতকারক সংস্থা টুইট করে এই খবর জানিয়েছে। কেন্দ্র বেসরকারি হাসপাতালগুলিতে কোভিডের টিকার সর্বোচ্চ দাম বেঁধে দিয়েছে।

স্পুটনিক ভির জনা ১.১৪৫ টাকা বেধে দেওয়া হয়েছে। হাসপাতালের খরচ কর ধরে নেওয়া হয়েছে। বলা হয়েছে, কোনও অবস্থাতেই দেড়শাে টাকার বেশি সার্ভিস চার্জ নেওয়া যাবে না। সরকারি হাসপাতালে টিকা অবশ্য কোনও টাকা ছাড়াই মিলবে।

হায়দরাবাদে ১৭ মে প্রথম রাশিয়ার টিকা স্পুটনিক ভি দেওয়া শুরু হয়। ডক্টর রেড্ডিস ল্যাবেটোরিস এ অ্যাপেলাে হাসপাতালের যৌথ উদ্যোগে এই টিকা ভারতে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে সেরাম ইনস্টিটিউট স্পুটনিক ভি তৈরির ছাড়পত্র পেয়েছে।