পর্যটকদের জন্য সুখবর। ২০২৫ সালে ভারতে সিপ্লেন পরিষেবা চালু করছে স্পাইসজেট। শনিবার সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, কিছু দুর্গম এবং সুন্দর জায়গাকে সংযুক্ত করার উদ্দেশ্যে আগামী বছর সিপ্লেন পরিষেবা চালু করা হবে। প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি হয়ে গেলেই গোটা দেশের অন্তত ২০টি রুটে চলবে সিপ্লেন।
ঠিক কোন কোন রুটে সিপ্লেন চলবে, তা এখন চূড়ান্ত হয়নি। সংস্থার তরফে জানানো হয়েছে, এই সমস্ত রুটের মধ্যে লাক্ষাদ্বীপ, হায়দরাবাদ, গুয়াহাটি, শিলং থাকবে। স্পাইসজেটের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং বলেন, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং কেন্দ্রীয় মন্ত্রী কে রামমোহন নাইডুর সাহায্যে আমরা ভারতে ফের সিপ্লেন পরিষেবা চালু করার কথা ভাবছি।
সংস্থাটি বিজয়ওয়াদার প্রকাশম ব্যারেজ থেকে শ্রীশৈলম বাঁধে একটি সিপ্লেনের প্রদর্শন করে। স্পাইস শাটলের সিইও অবনী সিং বলেন, সিপ্লেন ভারতের জন্য সত্যিকারের গেম-চেঞ্জার হতে পারে। উপকূলরেখা, দ্বীপ এবং নদী অঞ্চল – প্রায়শই যেখানে যাতায়াতে প্রতিকূলতা তৈরি হয়, সেই সমস্ত জায়গায় সহজেই পৌঁছে যাবে সিপ্লেন।
স্পাইস জেটের বক্তব্য, ইতিমধ্যেই সংস্থাটি একাধিক স্থানে সিপ্লেন ট্রায়ালে অংশ নিয়েছে। ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিগত এবং লজিস্টিক ক্ষেত্রে মিলেছে ডি হ্যাভিল্যান্ড কানাডা সিপ্লেনের সাহায্য।
শুধু সিপ্লেন পরিষেবাই নয়, সম্প্রতি ডোমেস্টিক বিমান পরিষেবা সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছে স্পাইসজেট। ১৫ নভেম্বর থেকে ৮টি নতুন উড়ান চালু করছে স্পাইসজেট। এই সমস্ত নতুন রুট রাজস্থানের জয়পুরের সঙ্গে উত্তর প্রদেশের বারাণসী, পঞ্জাবের অমৃতসর, গুজরাতের আহমেদাবাদ এবং আহমেদাবাদের সঙ্গে মহারাষ্ট্রের পুনেকে সংযুক্ত করবে।