ভাষণ মাঝে ছেড়েই গমন রাজ্যপালের, পড়লেন স্পিকার

চেন্নাই, ১২ ফেব্রুয়ারি– সোমবার তামিলনাড়ু রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে পাঠ করার জন্য তৈরি রাজ্যপালের ভাষণে কেন্দ্রের বঞ্চনার খতিয়ান তুলে ধরে রাজ্য সরকার৷ আর তখনই ঘটে যায় একপ্রস্থ নাটক৷ ঠিক তখনই ওই ভাষণ পাঠ না করে অধিবেশন কক্ষে ঢুকেই বেরিয়ে যান রাজ্যপাল এন রবি৷
কেন্দ্রের বঞ্চনার ইসু্যতে দক্ষিণ ভারতের একের পর এক রাজ্যের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরোধ বাঁধছে৷ আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে দিল্লিতে ধর্নায় বসেন কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া৷ দিল্লিতে ধর্নায় বসতে চলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও৷ সোমবার একই ইসু্যতে সরব হয়েছে তামিলনাড়ু সরকার৷
রাজ্যের ডিএমকে সরকার পাল্টা চাল দেয়৷ রাজ্যপাল সভা ত্যাগ করা মাত্র রাজ্য সরকার এক প্রস্তাব পাশ করে৷ তাতে বলা হয়েছে, রাজ্যপাল এই বাজেট ভাষণ বিধানসভায় পাঠ করেছেন৷

রাজ্যপাল রবির অবশ্য দাবি তিনি ভাষণের শুরুতে লেখা তামিল দার্শনিক তিরুবল্লিবরের দুটি শ্লোক পাঠ করে ভাষণ থামিয়ে দেন৷ তারপর বলেন, আমি বাকি ভাষণ পড়বো না৷ ভাষণে এমন অনেক কিছু লেখা আছে যে বক্তব্যের সঙ্গে আমি একমত নই৷

রাজ্যপাল বেরিয়ে যেতেই বিধানসভার স্পিকার রাজ্যপালের ভাষণের বাকি অংশ পাঠ করেন৷


পুরো ভাষণ পাঠ না করার কারণ হিসাবে রাজ্যপাল রবি আরও এক অভিযোগ তোলেন৷ বলেন, আমি বারে বারে বলা সত্বেও অধিবেশনের শুরু ও শেষে জাতীয় সঙ্গীত বাজানো হয়নি৷ পরে স্পিকার বলেন, বিধানসভা সিদ্ধান্ত নিয়েছে, প্রথমে রাজ্য সঙ্গীত বাজানো হবে৷ সব শেষে বাজানো হবে জাতীয় সঙ্গীত৷ এদিনও সেটাই করা হয়েছে৷

তবে বিবাদের মূলে আছে রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা৷ বলা হয়, রাজ্যকে প্রাপ্য রাজস্ব দিচ্ছে না মোদি সরকার৷

কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দিল্লির ধর্নায় অভিযোগ করেন তাঁর রাজ্য সবচেয়ে বেশি রাজস্ব আদায় করলেও কেন্দ্র ছিঁটেফোঁটা ফেরত দিচ্ছে৷ তিনি আরও অভিযোগ করেন, দক্ষিণ ভারতের রাজ্যগুলির রাজস্ব উত্তর ভারতে ব্যয় করছে কেন্দ্র৷ সিদ্দারামাইয়ার এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

তামিলনাড়ুতে অতীতে কোনও রাজ্যপাল ভাষণ পাঠ না করে ওয়াকআউট করেননি৷ রাজ্যপাল রবির সঙ্গে গত চার বছর যাবত রাজ্যের ডিএমকে সরকারের বিরোধ চলছে৷ সোমবার তা নয়া মাত্রা পেল রাজ্যপালের ভাষণ নিয়ে৷ রাজভবনের দাবি রাজ্যপাল ভাষণ পাঠ করেননি৷ অন্যদিকে, বিধানসভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, রাজ্যপাল পুরো ভাষণ পডে়ছেন৷