‘কাঁওয়ার যাত্রায় দোকান’ নিয়ে সমরে সোনু-কঙ্গনা

মুম্বই, ২০ জুলাই– আগামী ২২ জুলাই, সোমবার থেকে শুরু হবে হিন্দুদের কাঁওড় তীর্থযাত্রা৷ তার আগেই তুলকালাম উত্তর প্রদেশে৷ যোগী আদিত্যনাথের সরকার ঘোষণা করেছে যে পথ ধরে তীর্থযাত্রীরা যাবেন তার দু’পাশের রাস্তায় সমস্ত খাবার দোকানের মালিক ও কর্মচারীদের নাম বড় হরফে লিখে টাঙিয়ে রাখতে হবে৷

যোগী সরকারের এই সিদ্ধান্তে অবশ্য দুভাগে বিভক্ত বলিউডের দুই বিখ্যাত তারকা৷ অভিনেতা সোনু সুদও এই নিয়ে প্রতিক্রিয়া দিয়ে এক্স হ্যান্ডেলে লেখেন, এই দোকানগুলির নামের জায়গায় কেবল লেখা উচিত, ‘মানবতা’৷ তিনি আসলে বলতে চেয়েছেন, তীর্থযাত্রীদের সেবা করাই সবচেয়ে বড় ধর্ম, কোনও বিশেষ নাম দিয়ে তা চিহ্নিত করা অপ্রয়োজনীয়৷

বেশিরভাগ মানুষই সুদের এই মানসিকতার প্রশংসা করলেও, এই পোস্টে এসে একটি প্রশ্ন তুলেছেন অভিনেত্রী তথা ভারতীয় জনতা পার্টির সাংসদ কঙ্গনা রানাউত৷ অভিনেতা সোনু সুদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি৷ শুধু তাই নয়, কটাক্ষ করে লিখেছেন, ‘আমিও একমত! হালালের বদলে মানবতা লেখা উচিত৷’ অর্থাৎ তিনি যথারীতি সেই মুসলিম দোকানদারদের দিকেই ইঙ্গিত করেছেন৷


প্রসঙ্গত, শুরু হচ্ছে কাঁওয়াড় যাত্রা৷ এই শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থী নিরামিষ খান, প্রতিবার সোমবার উপবাস পালন করেন৷ কেউবা বাঁক কাঁধে মাটির অথবা ধাতুর কলসিতে গঙ্গাজল নিয়ে গিয়ে স্থানীয় মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যান৷ সেই যাত্রাপথেই মুসলমানদের দোকান থেকে খাবার কেনা এড়াতে এই ফরমান সরকারের৷

জেলার পুলিশ সুপার অভিষেক সিং বলেন, কাঁওয়ার যাত্রার প্রস্তুতি চলছে৷ আমাদের এলাকার সমস্ত খাবারের দোকান, হোটেল, ধাবা এবং ঠেলাগাডি়র দোকানদারদের নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তাঁরা তাঁদের নাম সামনে লিখে রাখেন৷ এটা করা হচ্ছে এই কারণে যে, জলযাত্রীদের মনে যাতে কোনও সন্দেহ না জাগে তাঁরা কোন দোকানের খাবার খাচ্ছেন বা কিনছেন৷ ভবিষ্যতে যাতে এনিয়ে কোনও অভিযোগ না আসে৷ কারণ এর সঙ্গে জেলার আইনশৃঙ্খলার প্রশ্ন জডি়ত৷