নিজের গড়ে দাঁড়িয়ে ছেলের দায়িত্ব রায়বরেলীবাসীকে দিলেন সোনিয়া

সোনিয়া গান্ধী (Photo: IANS)

লখনউ, ১৮ মে– গতবছর আমেঠি ফিরিয়ে দিয়েছিল ছেলেকে তাই এবার মা শুধু নিজের জায়গাই ছেড়ে দিলেন না ছেলের জন্য কোমর বেধে নেমে পড়লেন প্রচারে৷ কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি শনিবার কংগ্রসের আরেক প্রাক্তন সভাপতি রাহুলের প্রচারে এলেন রায়ববরেলিতে৷ গান্ধি পরিবারের ‘দুর্গ’ বলে পরিচিত এই রায়বরেলী৷ তাই এখান থেকে রাহুলের জেলার আশা অনেক বেশি৷ ভারতের লোকসভা নির্বাচনে ছেলের হয়ে নির্বাচলী প্রচারে গিয়ে শুক্রবার রায়বরেলীতে গিয়ে সোনিয়া বলেন, ‘ছেলেকে আপনাদের হাতে সঁপে দিলাম, রাহুল আপনাদের হতাশ করবে না’৷ রায়বরেলী আসন থেকে চারবার এমপি নির্বাচিত হয়েছেন সোনিয়া, চলতি বছরের শুরুতে আসনটি ছেডে় রাজ্যসভায় গিয়েছেন৷ এবার এই আসনে প্রার্থী রাহুল৷ নিজের পুরনো আসনে দাঁডি়য়েই কংগ্রেস নেত্রী জানালেন, তার ছেলে রায়বরেলীবাসীকে ‘নিরাশ’ করবে না৷ শুক্রবার ৭৭ বছরের সোনিয়ার পাশে ছিলেন প্রার্থী রাহুল এবং মেয়ে প্রিয়ঙ্কা৷
সেখানে শুক্রবার প্রচারে গিয়ে সোনিয়া বলেন, ‘আপনাদের কাছে নিজের ছেলেকে সঁপে দিয়ে গেলাম৷ আপনারা যেমন আমাকে নিজের ভেবেছেন, তেমনই তাকেও ভাববেন৷ এই রাহুল আপনাদের নিরাশ করবে না৷’২০০৪ সালে প্রথমবার রায়বরেলী থেকে এমপি নির্বাচিত হন সোনিয়া৷ তিনি জানিয়েছেন, এই রায়বরেলী থেকে অনেক শিক্ষা পেয়েছেন তিনি৷ সেই শিক্ষাই দিয়েছেন ছেলেকে৷ সোনিয়া বলেন, ‘ইন্দিরা গান্ধি এবং রায়বরেলী আমায় যে শিক্ষা দিয়েছে, আমি রাহুল এবং প্রিয়ঙ্কাকে সেই শিক্ষাই দিয়েছি৷ সবাইকে সম্মান, দুর্বলদের রক্ষা, মানুষের অধিকারের জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই৷ ভয় পাবেন না, আপনাদের ঐতিহ্য এবং লড়াইয়ের শিকড় অনেক গভীরে৷’
সোনিয়া এ-ও জানিয়েছেন, বহুদিন পর রায়বরেলীতে ফিরে তিনি খুব খুশি৷ সেখানকার মানুষজনের কাছে তিনি কৃতজ্ঞ বলেও জানিয়েছেন৷ রাহুল রায়বরেলীবাসীর উদ্দেশে বলেন, ‘রায়বরেলী আমার পরিবার৷ অমেঠিও আমার বাডি়৷ এই জায়গাগুলির সঙ্গে অনেক স্মৃতি জডি়য়ে রয়েছে৷ একইসঙ্গে গত ১০০ বছর ধরে এখানকার সঙ্গে জডি়য়ে রয়েছে আমার পরিবারের শিকড়৷ মা গঙ্গার মতোই পবিত্র এই সম্পর্ক, যা অওয়ধ এবং রায়বরেলীর কৃষক আন্দোলনের সঙ্গে শুরু হয়েছে৷’এই রায়বরেলীতে প্রার্থী হয়েছেন ইন্দিরা এবং রাহুলের দাদু ফিরোজ গান্ধী৷ আগামী ২০ মে পঞ্চম দফায় ভোট হবে এই রায়বরেলী এবং অমেথিতে৷ অমেথিতে গত লোকসভা নির্বাচনে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে গিয়েছিলেন রাহুল৷ জয়ী হয়েছিলেন কেরালার ওয়েনাড় থেকে৷ এবার ওয়েনাডে়র পাশাপাশি মায়ের ছেডে় যাওয়া রায়বরেলীতেও প্রার্থী তিনি৷