• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘ক্লান্তি নাকি হারার ভয়’, সোনিয়ার মনোনয়নে খোঁচা বিজেপির

দিল্লি, ১৪ ফেব্রুয়ারি– বুধবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জয়পুরে পৌঁছন সোনিয়া গান্ধি৷ দুপুর বারোটা নাগাদ নিজের রাজ্যসভায় মনোয়ন জমা দিলেন সোনিয়া৷ এদিন তাঁর সঙ্গে রাহুল ও প্রিয়াঙ্কা ছাড়াও উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলত এবং কংগ্রেস নেতা গোবিন্দ সিং দোতাস্রা৷ বুধবার রাজস্থানের জয়পুরে গিয়ে নিজের মনোনয়ন জমা দেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী৷ সঙ্গে ছিলেন পুত্র

সোনিয়া গান্ধী (Photo: IANS)

দিল্লি, ১৪ ফেব্রুয়ারি– বুধবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জয়পুরে পৌঁছন সোনিয়া গান্ধি৷ দুপুর বারোটা নাগাদ নিজের রাজ্যসভায় মনোয়ন জমা দিলেন সোনিয়া৷ এদিন তাঁর সঙ্গে রাহুল ও প্রিয়াঙ্কা ছাড়াও উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলত এবং কংগ্রেস নেতা গোবিন্দ সিং দোতাস্রা৷ বুধবার রাজস্থানের জয়পুরে গিয়ে নিজের মনোনয়ন জমা দেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী৷ সঙ্গে ছিলেন পুত্র রাহুল এবং কন্যা প্রিয়াঙ্কাও৷ এছাড়াও হিমাচল প্রদেশ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আইনজীবী অভিষেক মনু সিংভিকেও৷
অন্যদিকে, সোনিয়ার এই মনোনয়নকে কটাক্ষ করে বিজেপির সাংসদ গিরিরাজ সিং বলেন, ‘উনি হয়তো খুব ক্লান্ত হয়ে পডে়ছেন৷’ পাশাপাশি সোনিয়া তনয় রাহুল গান্ধির রাজনৈতিক কেরিয়ার নিয়েও মন্তব্য করেছেন গিরিরাজ৷ তাঁর কথায়, ”নরেন্দ্র মোদী বর্তমানে সবথেকে জনপ্রিয় নেতা৷ তাঁর ধারেকাছে কেউ আসে না৷ আর রাহুল তো দীর্ঘ সময় ধরে লঞ্চ হওয়ার চেষ্টা করছে৷ তবে কংগ্রেসের লঞ্চিং প্যাডে সমস্যা৷ তাই সে কোনওদিনই লঞ্চ হবে না৷”
আগামী ২৭ ফেব্রুয়ারি দেশের ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসনে নির্বাচন৷ এর মধ্যে ৯-১০টি আসনে জয়ের মতো জায়গায় রয়েছে কংগ্রেস৷ তার মধ্যে কংগ্রেসের জন্য সবচেয়ে নিরাপদ দুটি রাজ্য হল তেলেঙ্গানা এবং কর্ণাটক৷ রাজস্থান এবং হিমাচল প্রদেশেও একটি করে আসন জেতার জায়গায় রয়েছে হাত শিবির৷ সেই জন্যই দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যসভাতেই মনোনয়ন দেওয়া হবে সোনিয়াকে৷ কারণ দীর্ঘদিন ধরেই অসুস্থ তিনি৷ লোকসভা নির্বাচনের ধকল নেওয়া আর সম্ভব নয়৷
অন্যদিকে কংগ্রেস সূত্রে খবর, বিহার থেকে রাজ্যসভায় মনোনয়ন পেয়েছেন অখিলেশ প্রসাদ সিং৷ মহারাষ্ট্র থেকে টিকিট দেওয়া হয়েছে চন্দ্রকান্ত হান্দোরকে৷ আইনজীবী নেতা অভিষেক মনু সিংভিও রাজ্যসভা নির্বাচনে লড়বেন হিমাচল প্রদেশ থেকে৷