দেশের প্রাচীনতম দল কংগ্রেসের নতুন জাতীয় সদর দপ্তর দিল্লিতে প্রস্তুত। এতদিন কংগ্রেস সদর দপ্তরের ঠিকানা ছিল ২৪, আকবর রোড। এখন পার্টির নতুন কার্যালয় হবে নয়াদিল্লির ৯এ, কোটলা রোডে। নতুন কার্যালয়ের নাম ইন্দিরা গান্ধী ভবন। রবিবার কংগ্রেস ঘোষণা করেছে, ১৫ জানুয়ারী সকাল ১০টায় একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইন্দিরা গান্ধী ভবনের উদ্বোধন করা হবে। নতুন সদর দপ্তরটি উদ্বোধন করবেন কংগ্রেস সংসদীয় দলের সভাপতি সনিয়া গান্ধী। উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
নতুন এআইসিসি সদর দপ্তরটি ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে নামকরণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য প্রায় ৪০০ শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) সদস্য, স্থায়ী এবং বিশেষ আমন্ত্রিত সদস্য, প্রদেশ কংগ্রেস কমিটির (পিসিসি) সভাপতি, কংগ্রেস আইনসভা দলের (সিএলপি) নেতা, দলের সংসদ সদস্যরা। লোকসভা ও রাজ্যসভার সদস্যবৃন্দ, এআইসিসি সচিব, যুগ্ম সচিব এবং বিভাগ ও সেলের প্রধান, প্রাক্তন মুখ্যমন্ত্রী,কেন্দ্রীয় মন্ত্রী এবং এআইসিসি সাধারণ সম্পাদকরাও বিশিষ্ট আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন।
কংগ্রেসের নতুন অফিসে কংগ্রেস সভাপতি এবং এআইসিসি জেনারেল সেক্রেটারিদের অফিস, অন্যান্য আধিকারিকদের জন্য কক্ষ, সম্মেলন কক্ষ, গ্রন্থাগার, গবেষণা কেন্দ্র এবং দলীয় সংগঠনের জন্য আলাদা জায়গা রয়েছে। কংগ্রেসের ২৪ আকবর রোডের দপ্তরের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। ১৯৭৮ সালে কংগ্রেস পার্টি দুই ভাগে বিভক্ত হওয়ার পর থেকে এটিই কংগ্রেসের সদর দপ্তত। সেই সময় ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ সাংসদ জি ভেঙ্কটস্বামী ২৪ আকবর রোডে তাঁর সরকারি বাড়ি ইন্দিরা কংগ্রেসকে দিয়েছিলেন। এরপর থেকে সেখানেই দলের প্রধান কার্যালয়।
ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালের ২৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন এও হিউম। কংগ্রেস পার্টি প্রতিষ্ঠায় হিউমের সঙ্গে আরও ৭২ জন সদস্য ছিলেন, যারা পার্টি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দলের প্রথম সভাপতি নিযুক্ত হন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এখন পর্যন্ত সভাপতি হয়েছেন ৫৬ জন। কংগ্রেস পার্টির কর্তৃত্ব দীর্ঘদিন ধরে নেহেরু-গান্ধী পরিবারের কাছেই রয়েছে। মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের বর্তমান সভাপতি।