নিজের গানের প্রচারের আশায় বলিউড অভিনেতা সলমন খানকে খুনের হুমকি দিয়েছিলেন সলমনেরই আসন্ন ছবির গীতিকার। হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই গীতিকারকে। অভিযোগ, লরেন্স বিষ্ণই গ্যাংয়ের নাম করে তিনি সলমনকে খুনের হুমকি দিয়েছিলেন। এমনকি সন্দেহের তালিকায় যাতে নিজের নাম না জড়ায় সেজন্য নিজে নিজেকে হুমকিবার্তা পাঠিয়েছিলেন। কিন্তু এতকিছুর পরও শেষরক্ষা হয়নি। ২৪ বছর বয়সি গীতিকার সোহেল পাশাকে কর্নাটকের রাইচুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ৭ নভেম্বর মুম্বই পুলিশের ট্র্যাফিক কন্ট্রোল রুমের হেল্পলাইন নম্বরে একটি হুমকি বার্তা আসে। সেখানে বলা হয়, ৫ কোটি টাকা দিতে হবে, নয়তো সলমন এবং তাঁর আসন্ন ছবি ‘ম্যায় সিকন্দর হুঁ’ গানটির গীতিকার সোহেল পাশাকে খুন করা হবে। আরও বলা হয়, ‘গীতিকারের অবস্থা এমন হবে যে তিনি আর কোনও দিনও গান লিখতে পারবেন না, যদি সলমনের সাহস থাকে, তা হলে তাঁকে বাঁচান।’
এর পরেই তদন্ত শুরু করে মুম্বই পুলিশ। তদন্ত এগোতেই জানা যায়, হুমকিবার্তাটি পাঠিয়েছিলেন সোহেল নিজেই। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে , নিজের লেখা গান প্রচারের জন্য এবং নিজেও রাতারাতি বিখ্যাত হয়ে ওঠার জন্য এই কীর্তি করেন সোহেল।
পুলিশ সূত্রে জানা যায়, যে নম্বর থেকে বার্তাটি পাঠানো হয়েছিল, তার টাওয়ারের অবস্থানের সূত্র ধরেই ফোন নম্বরের মালিকের সন্ধান মেলে। তড়িঘড়ি কর্নাটকের উদ্দেশে রওনা দেয় পুলিশের একটি দল। সেখানে পৌঁছে জানা যায়, ওই ব্যক্তির হোয়াট্সঅ্যাপ নম্বর ব্যবহার করে বার্তাটি পাঠিয়েছে অন্য কেউ। এর পরেই তদন্তে নেমে অভিযুক্ত যুবককে শনাক্ত করে পুলিশ। তাঁকে মুম্বইয়ে নিয়ে এসে মঙ্গলবার আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে আপাতত আগামী দু’দিন পুলিশি হেফাজতে থাকবেন তিনি।
অভিযোগ, বাবা সিদ্দিকি হত্যার পর গত কয়েক সপ্তাহ ধরে সলমনকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, এই সুযোগে বিষ্ণইয়ের নাম করে হুমকিবার্তা পাঠাচ্ছেন অন্য কেউ।