• facebook
  • twitter
Saturday, 12 April, 2025

নিজের গানের প্রচার করতে সলমনকে হুমকি, গ্রেপ্তার গীতিকার   

নিজের গানের প্রচারের আশায় বলিউড অভিনেতা সলমন খানকে খুনের হুমকি দিয়েছিলেন সলমনেরই আসন্ন ছবির গীতিকার।  হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই গীতিকারকে। অভিযোগ, লরেন্স বিষ্ণই  গ্যাংয়ের নাম করে তিনি সলমনকে খুনের হুমকি দিয়েছিলেন। এমনকি সন্দেহের তালিকায় যাতে নিজের নাম না জড়ায়  সেজন্য নিজে নিজেকে হুমকিবার্তা পাঠিয়েছিলেন। কিন্তু এতকিছুর পরও শেষরক্ষা হয়নি। ২৪ বছর বয়সি গীতিকার সোহেল পাশাকে কর্নাটকের রাইচুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।