• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আমরণ অনশনের হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের

লাদাখ, ২০ ফেব্রুয়ারি– লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবি সহ একাধিক দাবি বহুদিন ধরেই করে আসছেন সোনম ওয়াংচুক৷ কিন্তু তাতে কেন্দ্রের কোন সবুজ সংকেত এখনও না পাওয়ায় এবার আমরণ অনশনের ডাক দিলেন ওয়াংচচুক৷ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কেন্দ্র সরকার লাদাখবাসীর দাবি না মানলে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনের হুঁশিয়ারি দিলেন বাস্তবের ফুনসুক ওয়াংড়ু৷ লাদাখকে পূর্ণ রাজ্যের

লাদাখ, ২০ ফেব্রুয়ারি– লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবি সহ একাধিক দাবি বহুদিন ধরেই করে আসছেন সোনম ওয়াংচুক৷ কিন্তু তাতে কেন্দ্রের কোন সবুজ সংকেত এখনও না পাওয়ায় এবার আমরণ অনশনের ডাক দিলেন ওয়াংচচুক৷ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কেন্দ্র সরকার লাদাখবাসীর দাবি না মানলে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনের হুঁশিয়ারি দিলেন বাস্তবের ফুনসুক ওয়াংড়ু৷

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে, ওই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে সংবিধানের ষষ্ঠ তফসিল দ্রুত কার্যকর করতে হবে, লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করতে হবে এবং লাদাখে একটির বদলে দুটি লোকসভা কেন্দ্র তৈরি করতে হবে৷ এই দাবিতে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন সোনম৷ ম্যাগসাইসাই জয়ী ওই গবেষকের মতে, লাদাখ সংক্রান্ত একাধিক সিদ্ধান্তের কারণে ক্রমেই ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এই এলাকা৷

প্রধানমন্ত্রীর কাছে সোনম আবেদন করেছিলেন, লাদাখে অত্যধিক শিল্প গড়ে তোলা হচ্ছে৷ তার ফলে প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা বাড়ছে৷ আপাতত মানুষের জীবিকার সুবিধা হলেও কয়েকদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে গোটা লাদাখ৷ তাই লাদাখ-সহ হিমালয়ের অন্যান্য অঞ্চলকে রক্ষা করতে বিশেষ ব্যবস্থা নেওয়া উচিত প্রধানমন্ত্রীর৷