• facebook
  • twitter
Friday, 22 November, 2024

জম্মু-কাশ্মীরে ব্যাপক তুষারপাত

শ্রীনগর, ২৮ জানুয়ারি: পর্যটকদের কাছে আনন্দের খবর! জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় ব্যাপক তুষারপাত। কাশ্মীরের গুলমার্গ, সোনমার্গ এবং দুধপাথরির মতো বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রে নতুন করে বরফ পড়ল। প্রায় দুই মাসের খরা কাটিয়ে এই তুষারপাতে খুশি উপত্যকার পর্যটন ব্যবসায়ীরাও। ভূস্বর্গ কাশ্মীরের অপেক্ষাকৃত উঁচু জায়গাগুলি এখন বরফের চাদরে ঢেকে আছে। সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শ্রীনগর, ২৮ জানুয়ারি: পর্যটকদের কাছে আনন্দের খবর! জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় ব্যাপক তুষারপাত। কাশ্মীরের গুলমার্গ, সোনমার্গ এবং দুধপাথরির মতো বেশ কয়েকটি পর্যটন কেন্দ্রে নতুন করে বরফ পড়ল। প্রায় দুই মাসের খরা কাটিয়ে এই তুষারপাতে খুশি উপত্যকার পর্যটন ব্যবসায়ীরাও। ভূস্বর্গ কাশ্মীরের অপেক্ষাকৃত উঁচু জায়গাগুলি এখন বরফের চাদরে ঢেকে আছে। সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফলে শেষবেলায় কাশ্মীরের প্রতি পর্যটকদের আগ্রহ আরও বাড়তে শুরু করেছে। ট্যুর অপারেটররা অন্তত এমনটাই জানাচ্ছেন।

ডিসেম্বর আর জানুয়ারির তৃতীয় সপ্তাহ অবধি কাশ্মীরে বরফ পড়েনি। এবার সেখানে বরফ পড়তেই পর্যটকদের মধ্যে নতুন করে উৎসাহ দেখা দিয়েছে। আরও মজার খবর হল এবার লেতেও বরফ পড়েছে। এজন্য পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। ইতিমধ্যেই তুষারপাতের জেরে উপত্যকার একাধিক রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে। শ্রীনগর-লে জাতীয় সড়ক ও মুঘল রোডে যান নিয়ন্ত্রণ করছে প্রশাসন।