• facebook
  • twitter
Tuesday, 29 April, 2025

করােনা থেকে সেরে উঠলেন স্মৃতি ইরানি

করােনা থেকে সেরে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। অক্টোবর মাসের ২৮ তারিখ নাগাদ টুইট করে করােনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন স্মৃতি।

স্মৃতি ইরানি (File Photo: IANS)

করােনা থেকে সেরে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। অক্টোবর মাসের ২৮ তারিখ নাগাদ টুইট করে করােনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন স্মৃতি। আর এবার করােনা থেকে সেরে ওঠার খবরটাও তিনি টুইটারের মাধ্যমেই দিয়েছেন। 

টুইটে স্মৃতি ইরানি লিখেছেন, আমি করােনা আক্রান্ত হয়েছিলাম। এখন টেস্টের রেজাল্ট নেগেটিভ। আমার সুস্থতার জন্য শুভেচ্ছা পাঠানাে ও প্রার্থনা করার জন্য সকলকে ধন্যবাদ। 

এর আগে মােদির মন্ত্রিসভায় করােনায় আক্রান্ত হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরিবহনমন্ত্রী নিতিন গড়করি সহ বেশ কয়েকজন সদস্য।