গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো, হামলার নিন্দা করে পাশে থাকার আশ্বাস মোদির
ব্রাতিস্লাভা, ১৬ মে – আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বুধবার সে দেশের রাজধানী ব্রাতিস্লাভার উত্তর-পূর্বে হ্যান্ডলোভা শহরে ‘হাউস অফ কালচার’ ভবনে তাঁকে লক্ষ্য করে একাধিকবার গুলি চালানো হয়। স্লোভাকিয়ার টিভি চ্যানেল ‘টিএ ৩’-এর খবর , প্রধানমন্ত্রী ফিকোর দেহে চারটি গুলি লাগে। একটি গুলি সরাসরি তাঁর পাকস্থলীতে লাগে। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন।