ডিসেম্বরে রাজ্যসভার ৬ আসনে উপনির্বাচন, প্রার্থী নিয়ে জল্পনা

উপনির্বাচন মিটতেই রাজ্যে ফের ভোটের বাদ্যি। তবে এবার নির্বাচন রাজ্যসভায়। বাংলা-সহ ৪ রাজ্যের মোট ৬ রাজ্যসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন।

কমিশন জানিয়েছে, আগামী ২০ ডিসেম্বর রাজ্যসভার ছয় আসনে উপনির্বাচন হবে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের একটি আসন। সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট দিতে পারবেন নির্বাচিত প্রতিনিধিরা। গণনা হবে ওই দিন বিকেল ৫টা থেকে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, মনোনয়ন পেশ করা যাবে ১০ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে ১১ ডিসেম্বর। ১৩ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ মিলবে। বাংলা ছাড়াও অন্ধ্রপ্রদেশের তিন, ওড়িশা এবং হরিয়ানার একটি করে আসনে ভোটগ্রহণ হবে। বিগত দু’-তিন মাসে রাজ্যসভার এই ছয় আসনের সাংসদেরা বিভিন্ন কারণে ইস্তফা দেন। তার ফলে শূন্যস্থানে সাংসদ নির্বাচনের জন্যই ভোট করাবে কমিশন।

গত সেপ্টেম্বরে আরজি কর কাণ্ড এবং দুর্নীতির প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন জহর সরকার। ২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে জেতার পর প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকারকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। কিন্তু তিন বছরে একাধিক বার দলের সঙ্গে তাঁর মতবিরোধ প্রকাশ্যে চলে আসে। পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির অভিযোগে যখন গ্রেপ্তার হলেন, তখনও দলকে প্রশ্নের মুখে দাঁড় করান জহর। পরে আর জি কর কাণ্ডের পর সোজা ইস্তফা দিয়ে দেন।


এই মুহূর্তে রাজ্য বিধানসভার যা অঙ্ক তাতে জহরের ছেড়ে যাওয়া আসন অনায়াসে দখল করতে চলেছে তৃণমূল। ফলে শাসকদল কাকে প্রার্থী করে সেদিকে নজর থাকবে। বিরোধী শিবিরের কেউ আদৌ প্রার্থী দেয় নাকি তৃণমূল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেন, সেটাও লক্ষ্যনীয়। এই মুহূর্তে বাংলার রাজ্যসভার সাংসদ সংখ্যা ১৫। এর মধ্যে ১২ জন তৃণমূলের। জহরের জায়গায় বাংলার শাসকদল রাজ্যসভার জন্য কাকে মনোনীত করে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।