কর্ণাটক থেকে গ্রেপ্তার ৬ বাংলাদেশি। ভারতে অবৈধভাবে বসবাসকারী ৬ বাংলাদেশি নাগরিককে কর্ণাটকের চিত্রদুর্গ জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে পাসপোর্ট ও আধার কার্ড সহ জাল নথি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা হলেন – শেখ সাইফুর রোহমান, মহম্মদ সুমন হোসেন, মাজহারুল, সোনায়ার হোসেন, মহম্মদ সাকিব শিকদার ও আজিজুল শেক।
১৮ নভেম্বর রাতে সন্দেহজনকভাবে চলাফেরা করছিল ওই ৬ জন। হোলালকেরে রোডে অরবিন্দ গার্মেন্টস এবং হোয়াইট ওয়াশান গার্মেন্টসের কাছে পুলিশ রাতে টহল দিচ্ছিল। সন্দেহ হতেই পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এবং তাঁদের সাথে থাকা নথিগুলি বাজেয়াপ্ত করে। পরে পুলিশ জানতে পারে, অভিযুক্তরা সকলেই বাংলাদেশি নাগরিক। তাঁরা স্থায়ীভাবে বসবাসের জন্য বহু বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।
ধৃতরা পশ্চিমবঙ্গে ঢুকে কলকাতায় পৌঁছে জাল আধার কার্ড এবং অন্যান্য নথি জোগাড় করে। এরপর তাঁরা বিভিন্ন রাজ্যে কাজ করছিলেন। কাজের খোঁজে চিত্রদুর্গ শহরে এসেছিলেন তাঁরা। পুলিশ জাল আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, লেবার কার্ড, ব্যাঙ্কের পাসবুক এবং প্যান কার্ড বাজেয়াপ্ত করেছে। ধৃতদের কাছ থেকে একটি পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর কর্ণাটক পুলিশ বেঙ্গালুরুর উপকণ্ঠে জিগানি থানা সীমানা থেকে এক পাকিস্তানি নাগরিক এবং আরও তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল। ওই পাকিস্তানি নাগরিক স্ত্রী ও দুই সন্তান নিয়ে অবৈধভাবে একটি অ্যাপার্টমেন্টে বসবাস করছিলেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় পুলিশ। স্থানীয় পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছিল।
ভারতে প্রবেশের পর ওই পাকিস্তানি নাগরিক পরিবার নিয়ে নয়াদিল্লিতে বসবাস করতেন। সেখান থেকেই আধার কার্ড, ভোটার আইডি এবং ড্রাইভিং লাইসেন্স জোগাড় করতে সক্ষম হন। ২০১৬ সালে বেঙ্গালুরুতে চলে আসেন।