এবার সিকিম যেতেও লাগছে ‘এন্ট্রি ফি’

কয়েক বছর ধরেই ভুটান যেতে বিশেষ ফি দিয়ে হয় পর্যটকদের। এবার সেই পথে হাঁটল পশ্চিমবঙ্গের পড়শি রাজ্য সিকিমও। পাহাড়ি রাজ্য সিকিম বেড়ানোর খরচ বাড়ছে। এবার থেকে সিকিমে পর্যটক হিসেবে পা রাখলেই দিতে হচ্ছে প্রবেশমূল্য। মাথা পিছু ৫০ টাকা করে এন্ট্রি ফি নিচ্ছে সিকিম সরকার। চলতি মাস থেকেই চালু হয়েছে এই নিয়ম। এই টাকা দিলে গোটা একমাস আপনি সিকিমের যত্রতত্র ঘুরতে পারবেন।

শুধুমাত্র পর্যটকদের কাছ থেকেই এন্ট্রি ফি নেওয়া হবে। সরকারি কাজে গেলে এই অর্থ লাগবে না। ৫ বছরের কম বয়সি কোনও শিশুকে নিয়ে বেড়াতে গেলে তারও কোনও এন্ট্রি ফি নেই। সিকিমে প্রবেশের পর আপনি প্রথম যে হোটেলে উঠবেন, সেখানেই এই ৫০ টাকা দিতে হবে। একমাসের মধ্যে হোটেল বদলালেও আলাদা করে আর টাকা দিতে হবে না।

হিমালয়ের কোলে থাকা ছোট্ট সিকিমের অর্থনীতি পর্যটন নির্ভর। অধিকাংশ মানুষের জীবিকার সঙ্গেও জড়িয়ে পর্যটন ব্যবসা। সেই কারণেই দেশের পর্যটনস্থলগুলি ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সিকিম প্রশাসন সূত্রে খবর, এন্ট্রি ফি বাবদ প্রাপ্ত অর্থ সে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে কাজে লাগানো হবে। যে হোটেলে আপনি প্রথমে উঠছেন, সেখানে এই টাকা জমা দিলে তারাই রাজ্যের পর্যটন সংক্রান্ত স্থায়ী তহবিলে তা পৌঁছে দেবেন।


প্রসঙ্গত, ভুটানে ভারতীয় পর্যটকদের সংখ্যা লাগাতার বাড়তে থাকায় কয়েক বছর আগে বিশেষ ফি চালু করা হয়। ২০২০ সালে ভুটান আইনসভার নিম্নকক্ষে পর্যটন সংক্রান্ত একটি আইন পাশ হয়েছিল। তাতে বলা হয়, ভারত, বাংলাদেশ ও মালদ্বীপ থেকে যাওয়া পর্যটকদের মাথাপিছু প্রতি দিন ১২০০ টাকা করে ‘সুস্থায়ী উন্নয়ন’ ফি দিতে হবে।