• facebook
  • twitter
Friday, 22 November, 2024

থানার ভিতরেই জোটসঙ্গীকে গুলি, ভুল স্বীকার বিজেপি বিধায়কের

মুম্বই, ৩ ফেব্রুয়ারি– মহারাষ্ট্রে থানার ভিতরই চলল গুলি৷ বিজেপি বিধায়ক গণপত গায়কোয়াডে়র বিরুদ্ধে জোটসঙ্গী শিব সেনা নেতা মহেশ গায়কোয়াডে়র উপর গুলি চালানোর অভিযোগ ওঠে৷ ঘটনায় গুরুতর আহত হন মহেশ৷ আপাতত হাসপাতালে মৃতু্যর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি৷ ঘটনাটি শুক্রবার রাতের৷ জানা গিয়েছে, মহারাষ্ট্রের উল্লাসনগরের হিল লাইন থানায় শিণ্ডে শিবিরের ওই নেতা এবং বিজেপি বিধায়ক তাঁদের সমর্থকদের

মুম্বই, ৩ ফেব্রুয়ারি– মহারাষ্ট্রে থানার ভিতরই চলল গুলি৷ বিজেপি বিধায়ক গণপত গায়কোয়াডে়র বিরুদ্ধে জোটসঙ্গী শিব সেনা নেতা মহেশ গায়কোয়াডে়র উপর গুলি চালানোর অভিযোগ ওঠে৷ ঘটনায় গুরুতর আহত হন মহেশ৷ আপাতত হাসপাতালে মৃতু্যর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি৷ ঘটনাটি শুক্রবার রাতের৷
জানা গিয়েছে, মহারাষ্ট্রের উল্লাসনগরের হিল লাইন থানায় শিণ্ডে শিবিরের ওই নেতা এবং বিজেপি বিধায়ক তাঁদের সমর্থকদের সঙ্গে নিয়ে থানায় জমি বিবাদ সংক্রান্ত বিষয়ে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন৷ সেখানেই দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা৷ আর তার জেরেই মহেশের উপর চার রাউন্ড গুলি চালান বিধায়ক গণপত৷ ঘটনায় আহত হন শিব সেনা বিধায়ক রাহুল পাতিলও৷ আপাতত দুজনেরই থানের হাসপাতালে চিকিৎসা চলছে৷ ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে গণপত গায়কোয়াড়কে৷ যে বন্দুক থেকে গুলি চালানো হয়, সেটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ৷
ঘটনার পর নিজের ভুল স্বীকার করেছেন গণপত৷ এই ঘটনায় আদালতের নির্দেশ তিনি মেনে নেবেন বলেই জানিয়েছেন৷ তবে একনাথ সরকারকে একহাত নেন তিনি৷ বলেন, শিণ্ডে জমানায় মহারাষ্ট্রে অপরাধ বেডে়ছে৷ বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন শিণ্ডে বলেও দাবি করেন গণপত৷
পুলিশ সূত্রে খবর, প্রথমে উল্লাসনগরের মীরা হাসপাতালে ভর্তি করা হয় গণপতকে৷ কিন্ত্ত তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ১১টা নাগাদ থানের জুপিটার হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ এই ঘটনায় ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ হাসপাতালের বাইরে ভিড় করেন শিব সেনা কর্মী, সমর্থকরা৷ একনাথ শিণ্ডে শিবিরের মুখপাত্র আনন্দ দুবে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “থানার ভিতরেই এখন গুলি চলছে৷ ভাবুন, মহারাষ্ট্রে কেমন জঙ্গল রাজ শুরু হয়েছে৷”