• facebook
  • twitter
Friday, 22 November, 2024

অযোধ্যার রামমন্দিরে চলল একে ৪৭-এর গুলি

অযোধ্যা, ২৭ মার্চ– গুলির আওয়াজে কেঁপে উঠল অযোধ্যার রামমন্দির৷ আচমকা  গুলির শব্দ শুনে ভক্ত ও কর্মীদের মধ্যে হুড়োহুডি় পডে় যায়৷ জানা যায়, একে ৪৭-এর গুলিতে জখম হয়েছেন এক প্রভিন্সিয়াল আর্মড কনস্টাবুলারি কমান্ডো৷ তাঁর বুকে গুলি লেগেছে৷  পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যারাত নাগাদ হঠাৎ গুলির আওয়াজ শুনে কেঁপে ওঠেন মন্দিরে উপস্থিত সবাই৷ সকলে আতঙ্কে ছোটাছুটি শুরু করে

অযোধ্যা, ২৭ মার্চ– গুলির আওয়াজে কেঁপে উঠল অযোধ্যার রামমন্দির৷ আচমকা  গুলির শব্দ শুনে ভক্ত ও কর্মীদের মধ্যে হুড়োহুডি় পডে় যায়৷ জানা যায়, একে ৪৭-এর গুলিতে জখম হয়েছেন এক প্রভিন্সিয়াল আর্মড কনস্টাবুলারি কমান্ডো৷ তাঁর বুকে গুলি লেগেছে৷  পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যারাত নাগাদ হঠাৎ গুলির আওয়াজ শুনে কেঁপে ওঠেন মন্দিরে উপস্থিত সবাই৷ সকলে আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেয়৷
খবর অনুসারে, গুলিতে জখম পিএসি কমান্ডোর প্লাটুন কমান্ডার রাম প্রসাদকে (৫০) লখনউয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁর অবস্থা সঙ্কটজনক৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি একে ৪৭ পরিষ্কার করার সময় আচমকা তা থেকে গুলি ছিটকে বেরয়৷ তাতেই বুকে গুলি লেগেছে রামের৷ তিনি গত ৬ মাস ধরে রামজন্মভূমি চত্বরে কাজ করছিলেন৷

পুলিশের আইজি জানান, কমান্ডো যখন নিজের বন্দুক পরিষ্কার করছিলেন তখন তাঁর অজ্ঞাতে গুলি ছিটকে আসে৷ অযোধ্যার হাসপাতালের এক ডাক্তার বলেন, বুকের বাঁদিকে গুলি লেগেছে৷ প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে তাঁকে লখনউয়ে স্থানান্তরিত করা হয়৷ বর্তমানে তাঁর অবস্থা খুবই খারাপ৷ উল্লেখ্য, উত্তরপ্রদেশের আমেঠির অচলপুর গ্রামের বাসিন্দা রাম৷