নর্দমায় হাঁটু গেঁড়ে শাস্তি ঠিকেদারকে, শিবসেনা বিধায়কের এহেন শাস্তিদান! 

প্রতীকী ছবি (Photo: IANS)

সবে বর্ষা এসেছে। তাতেই জলমগ্ন হয়ে উঠছে মুম্বাইয়ের বড় অংশ। উচিত শাস্তি দিতে ঠিকেদারকে প্রকাশ্য রাস্তায় হাঁটু গেড়ে বসিয়ে মাথায় নর্দমার ময়লা জল ফেলানাে হলাে শিবসেনা সমর্থকদের দিয়ে। 

গােটা প্রক্রিয়াটি ভিডিও করে সােশাল মিডিয়ায় ভাইরাল পর্যন্ত করানাে হলাে। এহেন শাস্তিদাতা শিবসেনা বিধায়কের অবশ্য অনুশােচনা নেই, তিনি এলাকাবাসীর প্রতি জনপ্রতিনিধিত্ব করার দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন। 

তিনি বলেন, মানুষ আমায় ভরসা করে ভােট দিয়েছেন। এলাকা অপরিস্কার রাখবাে তা হতে পারে না। 


জানা গেছে, মুম্বাই পুরসভায় ২৫ বছর ধরে ক্ষমতাসীন রয়েছে শিবসেনা। উত্তর মুম্বাইয়ের কান্ডিলি এলাকায় চলতি বর্ষায় জলনিকাশি বেহাল। তাই অল্প জলেই রাস্তায় উপচে পড়ছে নর্দমার জল। এলাকার বিধায়ক দিলীপ লান্ডে এলাকাবাসীদের কাছে নর্দমা বিষয়ে অভিযােগ পাওয়ার পরেই সংশ্লিষ্ট ঠিকেদার কে ডেকে এনে প্রকাশ্যে রাস্তায় হাঁটু গেড়ে বসিয়ে মাথায় নর্দমার ময়লা জল ফেলানাে হলাে। 

এই ঘটনাটি প্রত্যক্ষদর্শীরা ভিডিও করে সােশাল মিডিয়ায় ভাইরাল করে থাকে। প্রশ্ন উঠছে, যখন নর্দমা নির্মাণ প্রকল্পটি হচ্ছিল, তখন প্রকল্পের কাজ যথাযথ হয়েছিল কিনা, তা কেন জানতে চাননি ওই বিধায়ক?