মুম্বই, ২১ জুন– আগামী অক্টোবরে মহারাষ্ট্রে বিধানসভা ভোট৷ ২০১৯ সালের বিধানসভা ভোটে সে রাজ্যে বিজেপি ১৫২ এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন অবিভক্ত শিবসেনা ১২৪টিতে লডে়ছিল৷ কিন্তু এবার বিধানসভা ভোটে একনাথ শিণ্ডে ১০০ আসনের দাবি করে বসল৷ যা দেওয়া কার্যত অসম্ভব শাসক জোটের পক্ষে৷ কারণ মহারাষ্ট্রের শাসক জোটে একটা বড় সংখ্যার আসনে লড়তে চাইবেন অজিত পওয়ারও৷ তাছাড়া জোটে অনেক ছোট ছোট শরিকও রয়েছেন৷ সব মিলিয়ে শরিকি এই কোন্দল মেটাতে এবার নাজেহাল হতে পারে গেরুয়া শিবির৷
সূত্রের খবর, একনাথ শিণ্ডে শিবির লোকসভার ফলের নিরিখে বিধানসভায় তাদের জন্য সবথেকে বেশি আসন বাটোয়ারা চাইছে৷ সেই সংখ্যাটি হল অন্তত ১০০৷ ১০০টি আসন পাওয়া উচিত বলে মনে করছেন শিব সেনার নেতারা৷ শিণ্ডে-ঘনিষ্ঠ শিব সেনা নেতা তথা প্রাক্তন মন্ত্রী রাম কদম বৃহস্পতিবার দলের একটি কর্মসূচিতে প্রকাশ্যেই বলে দিয়েছেন, ‘মহারাষ্ট্রের ২৮৮টি লোকসভা আসনের মধ্যে আমাদের অন্তত ১০০টিতে লড়া উচিত৷’ অর্থাৎ দাবি স্পষ্ট, অন্তত ১০০ আসন তাঁদের চাই৷ বেশি হলে আরও ভালো৷
লোকসভায় মহারাষ্ট্রের এনডিএর তরফে ২৮ আসনে লড়ে বিজেপি৷ একনাথ শিণ্ডের শিব সেনা লড়েছিল ১৫ আসনে৷ বাকি ৫ আসন যায় অজিত পওয়ার শিবিরের হাতে৷ ফলপ্রকাশের পর দেখা যাচ্ছে ২৮ আসনের মধ্যে মাত্র ৯টি জিতেছে বিজেপি৷ সে তুলনায় স্ট্রাইক রেট বেশি একনাথ শিণ্ডের শিব সেনার৷ শিণ্ডে সেনা ১৫টি আসনের মধ্যে জিতেছে ৭টি৷ আর এনসিপি জিতেছে মাত্র এক আসন৷ লোকসভার এই ফলাফলের নিরিখে একনাথ শিণ্ডে শিবিরের এখন মনে হচ্ছে, আসন্ন বিধানসভাতেও বেশিরভাগ আসন তাঁদের প্রাপ্য৷