মুম্বাই, ১৫ জুন – শিনা বোরা হত্যা মামলার তদন্তে হারিয়ে গেল মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রমাণ। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের তরফে আদালতে জানানো হয়েছে, শিনা বোরা-মামলায় যে হাড় বা কঙ্কাল উদ্ধার হয়েছিল তা খুঁজে পাওয়া যাচ্ছে না। মহারাষ্ট্রের রায়গড়ের জঙ্গল থেকে ওই কঙ্কাল উদ্ধার করেছিল পুলিশ। মুম্বইয়ের বাইকুল্লার একটি সরকারি হাসপাতালের ফরেনসিক বিশেষজ্ঞ চিকিৎসকের বয়ান উল্লেখ করে এই তথ্য আদালতে জানানো হয়েছে। ওই ফরেনসিক বিশেষজ্ঞের বয়ান রেকর্ড করা হবে। ২০১২ সালে উদ্ধার হওয়া হাড়গুলি যাঁরা পরীক্ষা করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ওই ফরেনসিক বিশেষজ্ঞ। মামলার পরবর্তী শুনানি হবে ২৭ জুন।