• facebook
  • twitter
Friday, 22 November, 2024

খোলা চিঠিতে রাহুলকে ‘জমিদার, সামন্তপ্রভূ’ ব্যাখা প্রণব কন্যার

কয়েকদিন আগেই বাবার ওপরে লেখা বই মোদিকে উপহার দিয়ে জল্পনার সৃষ্টি করেছিলেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷ এবার রাহুল গান্ধির উদ্দেশে খোলা চিঠি লিখে বির্তকের কেন্দ্রে প্রণব কন্যা৷ তবে বিতর্কের কেন্দ্রে চিঠি নয়, চিঠির ভাষা৷ এই চিঠিতে রাহুলকে যা নয় তাই লিখেছেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি তথা কংগ্রেসের এক সময়ের অন্যতম শীর্ষ সারির নেতা প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা

কয়েকদিন আগেই বাবার ওপরে লেখা বই মোদিকে উপহার দিয়ে জল্পনার সৃষ্টি করেছিলেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷ এবার রাহুল গান্ধির উদ্দেশে খোলা চিঠি লিখে বির্তকের কেন্দ্রে প্রণব কন্যা৷ তবে বিতর্কের কেন্দ্রে চিঠি নয়, চিঠির ভাষা৷ এই চিঠিতে রাহুলকে যা নয় তাই লিখেছেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি তথা কংগ্রেসের এক সময়ের অন্যতম শীর্ষ সারির নেতা প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷
শর্মিষ্ঠার চিঠি লেখার প্রেক্ষাপট অবশ্য ভিন্ন৷ প্রণববাবুকে নিয়ে তাঁর মেয়ে সম্প্রতি একটি বই লিখেছেন৷ সেই বইতে রাহুল গান্ধি সম্পর্কে প্রণবের মূল্যায়ন নিয়ে দীর্ঘ পরিচ্ছদ রয়েছে৷ শর্মিষ্ঠার অভিযোগ ওই প্রকাশের পর কংগ্রেসের একাংশ কর্মী তাঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করছেন৷ তাঁর ও তাঁর বাবার সম্পর্কে কুরুচিকর কথা বলছেন৷ ওই সব টু্যইট নিয়ে রাহুলের দৃষ্টি আকর্ষণ করে প্রথমে টু্যইট করেন শর্মিষ্ঠা৷ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান৷ তার পরই রাহুলের উদ্দেশে খোলা চিঠি লিখে শর্মিষ্ঠা বলেন, আপনার অনুগামীরা ও আপনি হয়তো মনে করেন যে কংগ্রেস দলটি নেহরু-গান্ধি পরিবারের জমিদারি এবং সামন্তপ্রভুর মতো আপনারা খেয়ালখুশি অনুযায়ী যাঁকে যা ইচ্ছে পদ দেবেন এবং তাঁরা প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনাদের দাসানুদাস হয়ে থাকবে৷ আপনারা এটা মনে করতেই পারেন৷ কিন্ত্ত আমি তা মানি না৷ শর্মিষ্ঠার কথায়, এজন্যই এখন কংগ্রেসের এই অবস্থা৷ কংগ্রেসের এক প্রবীণ নেতা এদিন শর্মিষ্ঠার চিঠি দেখে বলেন, দলের কোনও কর্মী শর্মিষ্ঠা বা প্রণববাবুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুকথা বললে তা দুর্ভাগ্যজনক৷ কংগ্রেসে এবং ইন্দিরা ও মনমোহন জমানায় প্রণববাবুর অসীম অবদান ছিল৷ সনিয়া ও রাহুল দুজনেই প্রণববাবুর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন ও রয়েছেন৷