• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

শেয়ার বাজারের উত্থানে জল ঢালল বাজেট, আশা ভাঙতেই বিরাট ধস

মুম্বই, ২৩ জুলাই– ৩.০ মোদি সরকারের প্রথম বাজেট পেশ হল মঙ্গলবার৷ তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেট পেশের আগে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ সবকা বিকাশ’ মন্ত্রেই এবারের বাজেট তৈরি হয়েছে৷ যা শুনে দেশের আমজনতার আশা ছুঁয়েছিল আকাশ৷ তৃতীয়বার অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া নির্মলার হাতে বাজেটের ফাইল নিয়ে পার্লামেন্টে প্রবেশের ঠিক আগের

বোম্বে স্টক এক্সচেঞ্জ (File Photo: IANS)

মুম্বই, ২৩ জুলাই– ৩.০ মোদি সরকারের প্রথম বাজেট পেশ হল মঙ্গলবার৷ তৃতীয় এনডিএ সরকারের প্রথম বাজেট পেশের আগে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ সবকা বিকাশ’ মন্ত্রেই এবারের বাজেট তৈরি হয়েছে৷ যা শুনে দেশের আমজনতার আশা ছুঁয়েছিল আকাশ৷ তৃতীয়বার অর্থমন্ত্রীর দায়িত্ব পাওয়া নির্মলার হাতে বাজেটের ফাইল নিয়ে পার্লামেন্টে প্রবেশের ঠিক আগের মুহূর্ত পর্যন্ত শেয়ার বাজারের সূচক উর্ধ্বমুখে দেঁৗড়াতে শুরু করে৷ যা দেখে শুনে সাধারণের মনে বিরাট কিছু পাওয়ার আশা ঘর করে৷ মঙ্গলবার বাজার খোলার পরপরই সোমবারের থেকে প্রায় ২০০ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্সের সূচক৷ সামান্য বেড়েছে টাকার দামও৷

কিন্তু অর্থমন্ত্রীর বাজেট পেশ হতেই সাধারণের আশা যেন ভেঙেচুরে চুরমার৷ যার প্রমাণ স্বরূপ শেয়ার বাজার নামতে শুরু করে হু হু করে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করা শেষ করার সঙ্গে সঙ্গে যেন ব্যবসায়ীদের ভরসায় ভাটা শুরু হয়৷ ধস নামতে শুরু করে শেয়ার বাজারে৷ বম্বে স্টক এক্সচেঞ্জের ইনডেক্স, সেনসেক্স, ১০০০ পয়েন্টেরও বেশি কমে ৮০,০০০-এর নীচে নেমে যায়৷ পরে সামান্য উন্নতি ঘটে৷ বর্তমানে সেনসেক্স রয়েছে ৮০,০২৪ পয়েন্টে৷ একই অবস্থায় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেরও৷ এনএসই নিফটি ৫০-ও ১ শতাংশ কমে দাঁডি়য়েছে ২৪,২০০ পয়েন্টে৷ বাজেটে লং-টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা এলটিসিজি ১০ শতাংশ থেকে বাডি়য়ে ১২.৫ শতাংশ করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷ এই কারণেই শেয়ার মার্কেটে এই ধস বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা৷
তবে, কৃষি খাতের জন্য ১.৫২ লক্ষ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ তাই, কৃষি খাতের স্টকের দর ১০ শতাংশ পর্যন্ত বেডে়ছে৷ কাবেরি সিড কোম্পানি লিমিটেড, করোমন্ডল অ্যাগ্রো প্রোডাক্টস অ্যান্ড অয়েলস লিমিটেড, ধানুকা এগ্রিটেক লিমিটেড, নোভা এগ্রিটেক লিমিটেডের মতো সংস্থাগুলি সবথেকে বেশি লাভ করেছে৷

অন্যদিকে, ওএনজিসি, শ্রীরাম ফাইন্যান্স, হিন্ডালকো, এসবিআই লাইফ ইন্সু্যরেন্স, বিপিসিএল এবং রিলায়েন্সের এদিন সবথেকে বেশি লোকসান হয়েছে৷ এলটিসিজি ১০ শতাংশ থেকে বাডি়য়ে ১২.৫ শতাংশ করার পরই ব্রোকিং শেয়ারে পতন ঘটেছে৷ মোতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস, ৫পাইসা, আইসিআইসিআই সিকিওরিটিজ, অ্যাঞ্জেল ওয়ান, আইআইএফএল সিকিউরিটিজ এবং জিওজিত ফিনান্সিয়াল সার্ভিসেসের শেয়ারের দর ২ থেকে ৫ শতাংশ কমেছে৷ এছাড়া, এইচসিএলটেক এবং টেক মাহিন্দ্রার মতো আইটি সংস্থাগুলির স্টকের দরও পডে়ছে৷

তবে বাজারের এই ছবি কিন্তু এই প্রথম নয়, এর আগে গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল বেরনোর আগেও ঠিক একই ভাবে রেকর্ড গড়ে শেয়ার বাজার৷ কিন্তু নির্বাচনের ফল ঘোষণা হতেই ২০ মিনিটে উবে যায় ৩১ লক্ষ কোটি৷ বিনিয়োগকারীদের আশা ছিল, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার সরকার গড়বে বিজেপি৷ বুথ ফেরত সমীক্ষাতেও সেরকমই ইঙ্গিত ছিল৷ কিন্ত্ত বাস্তবে তেমনটা না হওয়ায় বিরাট পতন হয় সেনসেক্স-নিফটিতে৷ বেশ কয়েকদিন ধরে শেয়ার বাজারে রক্তক্ষরণ জারি থাকে৷ গোটা ঘটনায় শুরু হয় রাজনৈতিক চাপানউতোরও৷

তবে সরকার গঠনের পরে থেকে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ধীরে ধীরে কামব্যাক করে৷ টানা সাত সপ্তাহ উর্ধ্বমুখী থেকেছে বাজার৷ নজির গড়ে প্রথমবার ভারতে সেনসেক্সের সূচক পেরিয়ে যায় ৮০ হাজারের গণ্ডি৷ রেকর্ড উত্থান হয় নিফটিতেও৷