সেবির ঘোষনাতে রসাতলে বাজার, উধাও কোটি কোটি টাকা

মুম্বই, ২ জুলাই– চলতি মাসেই বাজেট৷ জনগণ তাকিয়ে রয়েছে এবার সরকার তাদের জন্য ভালো কী করে তার দিকে৷ ঠিক ভোটের আগে এক্সিট পোলের পর যেমন বাজার ছুটেছিল আকাশের উচ্চতায় ঠিক তেমনই প্রাক- বাজেট আবহেই ঘুরে দাঁডি়য়েছিল শেয়ার মার্কেটও৷ রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সেনসেক্স-নিফটি৷ আবার ভোটের ফল বেরোতেই মুখ থুবড়ে নিমেশে ধোঁয়ায় মিশে গিয়েছিল ৩১ লক্ষ কোটি টাকা, হুবহু সেই রকমই কিছুক্ষণ পার করতে না করতেই ফের পতন শেয়ার বাজারে৷

মঙ্গলবার সকালে বাজার খুলতেই সেনসেক্স রেকর্ড উচ্চতায় পৌঁছয়৷ ৭৯৮৫৫.৮৭ অঙ্কে পৌঁছেছিল সেনসেক্স৷ নিফটি৫০-র সূচকও বেডে় ২৪২৩৬.৩৫ অঙ্কে পৌঁছেছিল৷ কিন্ত্ত সেবি ব্রোকারদের উপরে চার্জ বসানোর ঘোষণা করতেই ব্রোকারেজ স্টকগুলির পতন হতে থাকে৷ এরপরই সেনসেক্স, নিফটির সূচকেও পতন হয়৷

সকাল সাডে় ১০ টা নাগাদ বিএসই সেনসেক্সের সূচকে ৩৮.৩৪ পয়েন্ট পতন হয়ে তা ৭৯৪৩৭.৮৫ অঙ্কে পৌঁছয়৷ নিফটি৫০-ও ৮.৭০ সূচক পতন হয়ে ২৪১৩৩.২৫ অঙ্কে পৌঁছয়৷


এ দিন শেয়ার বাজারে লেনদেনের শুরুতে নিফটি৫০-তে সবথেকে বেশি লাভ করে ইনফোসিস, কোল ইন্ডিয়া , এলটিআইএম, উইপ্রো, ওএনজিসি৷ সেনসেক্সের উত্থানে লাভবান হয় এইচসিএল টেকনোলজিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ইনফোসিস, ভারতী এয়ারটেল, এইচডিএফসি ব্যাঙ্ক৷

অন্যদিকে, ক্ষতির মুখে পডে় এইচডিএফসি লাইফ, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, শ্রীরাম ফিন্যান্স, বাজাজ ফিন্যাস ও এসবিআই লাইফ৷

গত মাসে ভোটের ফল ঘোষণার দিন ৪০০০ পয়েন্টের বেশি পডে়ছিল সেনসেক্স৷ সেই ধাক্কা কাটিয়ে তার পর থেকে টানা বাড়ছে৷ উত্থানে ইন্ধন জুগিয়েছে আমেরিকায় মূল্যবৃদ্ধির মাথা নামানো৷ সংশ্লিষ্ট মহলের মতে, এর ফলে সেপ্টেম্বর নাগাদ সেখানে সুদ কমতে পারে৷ তাই বেশি মুনাফার আশায় বিদেশি লগ্নিকারীরা ফিরছেন ভারতে৷ তার উপরে এ দেশের কল-কারখানায় উৎপাদন বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে সমীক্ষা৷ আসন্ন বাজেটে সংস্কারের প্রত্যাশাও দানা বাঁধছে৷ ফলে ভারত এই মুহূর্তে বিদেশি লগ্নির অন্যতম বাজি৷