রাহুলের প্রশ্ন ফল প্রকাশের আগে নরেন্দ্র মোদি ও অমিত শাহ কেন মানুষকে শেয়ার বাজারে বিনিয়োগ করার পরামর্শ দিলেন? তার পর এক্সিট পোলের মাধ্যমে কেন ভ্রান্ত ধারণা তৈরির চেষ্টা হল। আর এক্সিট পোলের ফল প্রকাশের পর শেয়ার বাজার থেকে যাঁরা মুনাফা কামিয়ে নিলেন তাঁদের সঙ্গে কী যোগসূত্র ছিল?
৩ জুন, স্টক মার্কেট আগের সব রেকর্ড ভেঙে দিয়েছিল৷ আর ৪ জুন ভোটের ফল বের হওয়ার পর এক ধাক্কায় পড়ে যায় স্টক মার্কেট৷ রাহুল গান্ধির দাবি, যাঁরা জানতেন স্টক মার্কেটে কিছু কারসাজি চলছে, তাঁরাই এই সময়ে লগ্নি করেছিলেন৷ হাজার কোটি টাকা লগ্নি করা হয়েছিল৷ বিদেশি লগ্নিকারীরাও টাকা লাগিয়েছিলেন৷ এরপর, ৪ জুন ৩০ লক্ষ কোটি টাকার ক্ষতি হয় খুচরো লগ্নিকারীদের৷ এরপরই রাহুল বলেন, “এটা ভারতের স্টক মার্কেটের সবথেকে বড় কেলেঙ্কারি৷” সন্দেহ নেই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদের প্রথম অধিবেশন থেকেই এ নিয়ে হৈচৈ পড়ে যেতে পারে।