• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

শরদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি-র নতুন প্রতীক ‘তূর্য বাদক ব্যক্তি’

দিল্লি, ২৩ ফেব্রুয়ারি – শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-কে নতুন নির্বাচনী প্রতীক বরাদ্দ করল নির্বাচন কমিশন। জানাল আগামী নির্বাচনে ‘তূর্য বা শিঙা বাদক ব্যক্তি’ প্রতীক নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে এনসিপি প্রতিষ্ঠাতার গোষ্ঠী। তাঁর আগের দল নেই, নেই দলের প্রতীক ঘড়িও। লোকসভা নির্বাচনের আগে নতুন প্রতীক পেলেন শরদ পাওয়ার। লোকসভায় মারাঠা স্ট্রংম্যানের দল এনসিপি শরদচন্দ্র পাওয়ার লড়বে ‘তূর্য বাদক ব্যক্তি’

দিল্লি, ২৩ ফেব্রুয়ারি – শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি-কে নতুন নির্বাচনী প্রতীক বরাদ্দ করল নির্বাচন কমিশন। জানাল আগামী নির্বাচনে ‘তূর্য বা শিঙা বাদক ব্যক্তি’ প্রতীক নিয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে এনসিপি প্রতিষ্ঠাতার গোষ্ঠী। তাঁর আগের দল নেই, নেই দলের প্রতীক ঘড়িও। লোকসভা নির্বাচনের আগে নতুন প্রতীক পেলেন শরদ পাওয়ার। লোকসভায় মারাঠা স্ট্রংম্যানের দল এনসিপি শরদচন্দ্র পাওয়ার লড়বে ‘তূর্য বাদক ব্যক্তি’ প্রতীক নিয়ে।


গত বছরের মাঝামাঝি সময়ে এনসিপিতে গোষ্ঠী কোন্দল চরমে পৌঁছয়। শরদ পাওয়ারের এনসিপি থেকে বেরিয়ে বিজেপির হাত ধরেন ভাইপো অজিত পাওয়ার। মহারাষ্ট্র মন্ত্রিসভায় যোগ দেন এনসিপির ৯ বিধায়ক। অজিত নিজে উপমুখ্যমন্ত্রী হন। ক্ষুব্ধ শরদ অজিত শিবিরের একাধিক নেতাকে বরখাস্ত করেন। দাবি করেন, আসল এনসিপি তাঁরাই। বিষয়টি গড়ায় নির্বাচন কমিশন পর্যন্ত। গত ৬ ফেব্রুয়ারি শরদের ভাইপো তথা মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের নেতৃত্বাধীন গোষ্ঠীকে ‘আসলএনসিপি’ হিসাবে স্বীকৃতি দিয়েছিল নির্বাচন কমিশন। জানিয়েছিল, ‘এনসিপি’ নাম এবং নির্বাচনী প্রতীক ‘ঘড়ি’ ব্যবহারের অধিকার পাবে অজিতের গোষ্ঠী। শরদের গোষ্ঠীর জন্য নতুন নাম এনসিপি (শরদচন্দ্র পা ওয়ার) বরাদ্দ করা হয়েছিল কমিশনের তরফে। এবার সেই শিবিরকে প্রতীক দিল ‘তূর্য (শিঙা) বাদক ব্যক্তি’। নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শরদ পাওয়ার। শীর্ষ আদালতের নির্দেশ না আসা পর্যন্ত এই প্রতীকেই লড়তে হবে পাওয়ার শিবিরকে।

 
উল্লেখ্য, এনসিপির শরদ পাওয়ার শিবির ইন্ডিয়া জোটের অংশ। মহারাষ্ট্রে কংগ্রেস এবং শিব সেনার উদ্ধব শিবিরের সঙ্গে জোট করে লড়তে চলেছে তাঁরা। প্রাথমিকভাবে খবর, মহারাষ্ট্রের ৪৮ আসনের মধ্যে ৮-১০টি আসনে লড়তে পারে শরদ শিবির। সবকটি আসনেই তাঁদের লড়তে হবে নয়া প্রতীকে।